TRENDING:

Monsoon Wooden Furniture Care: বর্ষাকালে কাঠের জিনিসে সাদা সাদা ছোপ? ফার্নিচার ভাল রাখতে এগুলো করুন, ছোট্ট কাজেই হবে কিস্তিমাত

Last Updated:
Monsoon Wooden Furniture Care: বিশেষজ্ঞরা সর্বদাই বলে থাকেন, যে-কোনও আসবাব বানানোর আগে কাঠকে সিজন করে নেওয়া জরুরি। ওয়াটারপ্রুফ প্লাইউড দিয়েও ফার্নিচার বানাতে পারেন, তবে ফার্নিচার জোড়ার আঠাও হতে হবে যথোপযুক্ত, যাতে বর্ষাকালে কোনওরকম ভাবে প্রভাব না পড়ে আসবাবপত্রে।
advertisement
1/6
বর্ষাকালে কাঠের জিনিসে সাদা সাদা ছোপ? ফার্নিচার ভাল রাখতে এগুলো করুন,ছোট্ট কাজেই কিস্তিমাত
বর্ষাকালে, প্রাকৃতিক নিয়মেই কাঠের আসবাবপত্র ময়েশ্চার অ্যাবজর্ব করতে শুরু করে। ফলে দরজা জানলা থেকে শুরু করে কাঠের আসবাবপত্রের কাঠ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। শুধু তাই নয়, ফাংগাসের সমস্যাও পিছু ছাড়ে না। তাই বর্ষায় ফার্নিচার সুরক্ষিত রাখতে হলে দরকার অতিরিক্ত যত্নের।
advertisement
2/6
বিশেষজ্ঞরা সর্বদাই বলে থাকেন, যে-কোনও আসবাব বানানোর আগে কাঠকে সিজন করে নেওয়া জরুরি। ওয়াটারপ্রুফ প্লাইউড দিয়েও ফার্নিচার বানাতে পারেন, তবে ফার্নিচার জোড়ার আঠাও হতে হবে যথোপযুক্ত, যাতে বর্ষাকালে কোনওরকম ভাবে প্রভাব না পড়ে আসবাবপত্রে।
advertisement
3/6
বর্ষার আবহে আসবাবপত্রের সুরক্ষার জন্য কিছু সহজ উপায়-কোনও অবস্থাতেই কাঠের ফার্নিচার জানলার পাশে রাখবেন না। অবিরাম বৃষ্টির ফলে ফার্নিচারের জোড়া অংশ খুলে যেতে পারে। সেই কারণেই সংযুক্ত জায়গাটিতে সর্বদা ওয়াটারপ্রুফ অ্যাডহেসিভ-ই ব্যবহার করুন
advertisement
4/6
সোফা বা চেয়ার পরিষ্কার করতে হলে ভিজে কাপড়ের প্রয়োগ করবেন না। বরং নরম আর শুকনো কাপড় কাজে লাগান। ওয়ার্ডরোব বা আলমারি যাই হোক না কেন, দেওয়াল থেকে এক ইঞ্চি হলেও দূরে রাখুন। এই সময় আলমারির ভিতরে ন্যাপথলিন রাখতে ভুলবেন না। প্রয়োজনে নিমপাতাও রাখতে পারেন। এতে পোকামাকড়ের উপদ্রব কমবে।
advertisement
5/6
বর্ষায় কাঠের দরজা জ্যাম হয়ে যায়। সহজে দরজা খোলা বন্ধ করতে হলে দরজায় পিতলের হাতল লাগানো উচিত। যদি উডেন ফ্লোর হয়, সেক্ষেত্রে এই সময় ভাল করে পালিশ করিয়ে নেওয়া উচিত।
advertisement
6/6
বৃষ্টি থামলেই দরজা জানলা খুলে রাখবেন। আপনার বাড়ির গ্যাজেটের মধ্যে সিলিকনের প্যাকেট রাখুন। সিলিকন আর্দ্রতা টেনে নেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Wooden Furniture Care: বর্ষাকালে কাঠের জিনিসে সাদা সাদা ছোপ? ফার্নিচার ভাল রাখতে এগুলো করুন, ছোট্ট কাজেই হবে কিস্তিমাত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল