TRENDING:

Get Rid Of Cockroaches: আরশোলার যম! এই কয়েকটা জিনিস থাকলেই রান্নাঘরের ত্রিসীমানায় থাকবে না এরা, জেনে নিন আরশোলা তাড়ানোর মোক্ষম উপায়

Last Updated:
রান্নাঘরে আরসোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে ডায়েরিয়া, বমির মতো নানা রকম সমস্যা হতে পারে৷ মূলত বেসিন, কেবিনেট, পাইপের ভিতর এরা লুকিয়ে থাকে৷ প্রতিদিনের পরিষ্কারেও এরা যেতে চায় না৷ তবে কয়েকটা চেনা উপকরণ আছে, যা দিয়ে পরিষ্কার করলে আরশোলা নামক বস্তুটি আশে-পাশেও ঘেষবে না৷
advertisement
1/6
আরশোলার যম! এই কয়েকটা জিনিস থাকলেই রান্নাঘরের ত্রি সীমানায় থাকবে না এরা
প্রতিদিন রান্না করে ধোয়া-মোছার পরও আরশোলার হাত থেকে মুক্তি নেই৷ একে দেখলে অনেকেরই পিলে চমকে ওঠে৷ স্বাস্থ্যের জন্য এই প্রাণীটি বেশ ক্ষতিকর৷ এর ফলে ডায়েরিয়া, বমির মতো নানা রকম সমস্যা হতে পারে৷ মূলত বেসিন, কেবিনেট, পাইপের ভিতর এরা লুকিয়ে থাকে৷ তাই প্রতিদিনের পরিষ্কারেও এরা যেতে চায় না৷ তবে কয়েকটা চেনা উপকরণ আছে, যা দিলে পরিষ্কার করলে আরশোলা নামক বস্তুটি আশে-পাশেও ঘেষবে না৷
advertisement
2/6
লেবু ও বেকিং সোডাএক লিটার গরম ঝলে ১টা লেবু, ২ টেবলচামচ বেকিংসোডা দিয়ে মিশিয়ে নিন৷ ৷ তারপর সিঙ্ক,রান্নাঘরের তাক, জল যাওয়ার আউটলেটগুলো মুছে নিন৷
advertisement
3/6
বোরিক অ্যাসিড ও চিনিচিনি কেবল স্বাস্থের জন্য খারাপ নয়, আরশোলা নামক ক্ষতিকারক প্রাণীটির জন্যও মোটেও ভাল নয়৷ বোরিক অ্যাসিডের সঙ্গে চিনি মিশিয়ে নিন৷ এবার যেখানে যেখানে মনে হবে আরশোলার বাসা রয়েছে৷ সেখানে এই মিশ্রণটি স্প্রে করে দিন৷ বোরিক অ্যাসিড কিন্তু আরশোলার জন্য যম৷
advertisement
4/6
এসেনশিয়াল অয়েলস্কিন কেয়ারের জন্য এর তো বেশ ভালই সুনাম রয়েছে৷ তবে আরশোলাকে সমূলে ধ্বংস করার জন্যও এর ভালই সুনাম রয়েছে৷ বিশেষ করে পেপারমিন্ট, ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন৷ ১ লিটার উষ্ণ জলে এই এসেনশিয়াল অয়েল দিন৷
advertisement
5/6
শসাএই ধরনের ফল যেমন আর্দ্রতার জন্য খুব ভাল, তেমনই আরশোলা তাড়ানোর জন্যও কিন্তু বেশ ভাল৷ ঘরের সর্বত্র শসা রেখে দিন৷ শসার গন্ধে আরশোলা আপনাদের ধারে কাছে থাকে না৷
advertisement
6/6
নিমের রসযে কোনও ধরনের পোকা-মাকড় থেকে নিজেকে সুরক্ষা করতে এই ধরনের এই রস অবর্থ৷ নিমপাতা ফুটিয়ে সেই জল দিয়ে মেঝে পরিষ্কার করে নিন৷ তাছাড়া যেখানে যেখানে আরশোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, সেখানে নিমের তেল ছড়িয়ে দিন৷ এর ফলে কেবল আরশোলা নয়, যে কোনও ধরনের পোকাই ঘরের ত্রি-সীমানায় থাকবে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Get Rid Of Cockroaches: আরশোলার যম! এই কয়েকটা জিনিস থাকলেই রান্নাঘরের ত্রিসীমানায় থাকবে না এরা, জেনে নিন আরশোলা তাড়ানোর মোক্ষম উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল