TRENDING:

Earphones health effects: একটানা হেডফোন কেড়ে নিচ্ছে শ্রবণশক্তি! বধির হ‌ওয়া আটকাতে জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:
Earphones health effects: আমরা অনেকেই রাস্তায় গান শুনতে শুনতে কিংবা সিনেমা দেখার জন‍্য ঘণ্টার পর ঘণ্টা হেডফোন ব্যবহার করি। কিন্তু অতিরিক্ত হেডফোনের ব‍্যবহারের কারণে কানের ক্ষতি হচ্ছে।
advertisement
1/6
একটানা হেডফোন কাড়ছে শ্রবণশক্তি! বধিরতা আটকাতে জানুন বিশেষজ্ঞের মত
আমরা অনেকেই রাস্তায় গান শুনতে শুনতে কিংবা সিনেমা দেখার জন‍্য ঘণ্টার পর ঘণ্টা হেডফোন ব্যবহার করি। কিন্তু অতিরিক্ত হেডফোনের ব‍্যবহারের কারণে কানের ক্ষতি হচ্ছে।
advertisement
2/6
হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি আওয়াজ কানে যায়। ১০০ ডেসিবল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। যা আজীবন শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে।
advertisement
3/6
ডাঃ স্মিতা নাগাঁওকর, কনসালটেন্ট, স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল, মুম্বই-এর কথায়, ‘মাঝারি ভলিউমে ইয়ারবাডে বা হেডফোনে শুনলেও সময়ের সঙ্গে সঙ্গে আপনার শ্রবণশক্তিতে সমস্যা হতে পারে।’
advertisement
4/6
নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে যে হেডফোন এবং ইয়ারবাডের মতো অডিও ডিভাইসগুলির অত্যধিক ব্যবহারের কারণে ১ বিলিয়নেরও বেশি যুবক-যুবতীর শ্রবণশক্তি হ্রাসের ঝুঁকি তৈরি হচ্ছে।
advertisement
5/6
ডাঃ স্মিতা নাগাঁওকরের কথায়, ‘সর্বাধিক ৬০% ভলিউমের বেশি গান শোনা বা সিনেমা দেখা একেবারেই উচিত না। কানে ইয়ারবাড দিয়ে একটানা ৬০ মিনিটের বেশি ব‍্যবহার ঠিক না। উপযুক্ত বিরতি নেওয়া প্রয়োজন।’
advertisement
6/6
তাঁর কথায়, ‘কানকে খারাপ হওয়া থেকে রক্ষা করার জন্য শব্দ-বাতিলকরণ করে এরকম হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করা উচিত। এই ডিভাইসগুলি বাহ্যিক শব্দগুলিকে কানে আসতে দেয় না।’
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Earphones health effects: একটানা হেডফোন কেড়ে নিচ্ছে শ্রবণশক্তি! বধির হ‌ওয়া আটকাতে জানুন বিশেষজ্ঞের মত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল