TRENDING:

Ear Cleaning Tips: ইয়ার বাড দিয়ে খোঁচান? জানেন নিজের জন্য কোন বিপদ ডেকে আনছেন! জানুন কান পরিষ্কারের নিরাপদ উপায়

Last Updated:
Ear Cleaning Tips: অবশ্যই পরিষ্কার করার অভ্যাস রাখা উচিত৷ এবার জানুন, ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে কান পরিষ্কার করা সম্ভব? কী বলছেন বিশেজ্ঞেরা৷
advertisement
1/5
ইয়ার বাড দিয়ে খোঁচান? জানেন নিজের জন্য কোন বিপদ ডেকে আনছেন!
কান আমাদের শরীরের অত্যন্ত সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি কিন্তু, তা সত্ত্বেও আমরা কান নিয়ে খুব একটা সতর্কতা কখনওই অবলম্বন করি না৷ একটু চুলকানি বা অস্বস্তি হলেই দেশলাই কাঠি, কী বড়জোর কটন বা় দিয়ে কানে সুরসুরি দিই বা ময়লা বের করার ব্যর্থ চেষ্টা করে থাকি৷ বলা বাহুল্য, এই দু’টি পদ্ধতিই একেবারে অবৈজ্ঞানিক এবং ক্ষতিকারক৷
advertisement
2/5
কান পরিষ্কার রাখতে, কানের দৃশ্যমান অংশ এবং কানের পিছনে সামান্য সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে সাবানটি ধুয়ে আঙুল দিয়ে মুছে ফেলে এবং একটি পাতলা তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিলেই কান হবে পরিষ্কার।
advertisement
3/5
চিকিৎসক অঞ্জলি বক্সী জানান, "ঘরোয়া উপায়ে কান পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি হল লবণ জল। এতে খুব সহজেই কানের ময়লা পরিষ্কার হবে। হালকা গরম জলের সঙ্গে একটু লবণ মিশিয়ে তুলোর সাহায্যে কানে দিয়ে এরপর মাথা কাত করে কয়েক মিনিট রাখলেই সহজেই ময়লা নরম হবে।"
advertisement
4/5
কানের মোম নরম করতে সপ্তাহে অন্তত একবার প্রতিটি কানে এক ফোঁটা অলিভ অয়েল দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষন বাদে দেখা যাবে ময়লা খুব সহজেই কানের বাইরে বেরিয়ে যাচ্ছে।
advertisement
5/5
কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করা উচিৎ নয়। কানের খালকে জ্বালাতন করতে পারে এবং ময়লা ভিতরে ঠেলে দিতে পারে। এটি অপসারণ করা আরও কঠিন করে তোলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ear Cleaning Tips: ইয়ার বাড দিয়ে খোঁচান? জানেন নিজের জন্য কোন বিপদ ডেকে আনছেন! জানুন কান পরিষ্কারের নিরাপদ উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল