Durga Puja: হাবড়ায় অনন্য উমা, শুকনো ফল, ফুল, পাতা, শিকড় দিয়ে তৈরি প্রতিমা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
এবারের প্রতিমায় তিনি ব্যবহার করেছেন দেশি-বিদেশি গাছের শুকনো ফুল, পাতা, ফল-সহ নানা অংশ। গত জুন মাস থেকেই শুরু হয় এই প্রতিমা তৈরির কাজ। প্রথমে মাটি দিয়ে কাঠামো তৈরি করে থাইল্যান্ডের পাটকাঠি দিয়ে সাজানো হয়েছে প্রতিমার দেহ
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:হাবরায় তৈরি হচ্ছে অনন্য ঊমার প্রতিমা। শুকনো ফুল, ফল, ছাল, পাতা, এমনকি গাছের শিকড় দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা
advertisement
2/6
পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরতেই প্রাকৃতিক উপাদান দিয়ে ঊমার প্রতিমা গড়ছেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। আগামী সোমবার প্রতিমাটি পৌঁছে যাবে কোচবিহার সদর শহরের খাগড়াবাড়ি সর্বজনীন শারোদৎসব নাট্যসংঘের প্যান্ডেলে
advertisement
3/6
হাবড়ার বাণীপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ দীর্ঘদিন ধরেই অভিনব প্রতিমা নির্মাণের জন্য পরিচিত। কখনও রুপো, মুক্ত দিয়ে, আবার কখনও অব্যবহার্য সামগ্রী দিয়ে গড়েছেন দেবী দুর্গার প্রতিমা
advertisement
4/6
এবারের প্রতিমায় তিনি ব্যবহার করেছেন দেশি-বিদেশি গাছের শুকনো ফুল, পাতা, ফল-সহ নানা অংশ। গত জুন মাস থেকেই শুরু হয় এই প্রতিমা তৈরির কাজ। প্রথমে মাটি দিয়ে কাঠামো তৈরি করে থাইল্যান্ডের পাটকাঠি দিয়ে সাজানো হয়েছে প্রতিমার দেহ
advertisement
5/6
মুখে ব্যবহার হয়েছে বেলের মালা আর চুল তৈরি করা হয়েছে ফুলকপির শিকড় দিয়ে। দেবীর কোমরের বিছে-সহ সাজসজ্জা হয়েছে ঘাসফুল দিয়ে। শাড়ি ও নখে ব্যবহার হয়েছে পেঁপে গাছের ছাল, পাইন ফল, অস্ট্রেলিয়ার পিনুক গাছের পাপড়ি, আখরোট ফুলের পাপড়ি ও পামছাল। প্রতিমার চালি বানানো হয়েছে কৎবেল দিয়ে, চালচিত্র সিম দিয়ে আর বেদি সাজানো হয়েছে তালপাতা ও ইউরোপ-দক্ষিণ এশিয়ার ডুমুর ফল দিয়ে
advertisement
6/6
শিল্পীর কথায়, মা দুর্গার উচ্চতা সাড়ে ১১ ফুট, চওড়া সাড়ে ৭ ফুট। অন্যান্য দেব-দেবীর উচ্চতা ৭ ফুট। ওই পুজো কমিটির প্যান্ডেলও তার তৈরি থিমেই সেজে উঠছে। থিম ‘কাল্পনিক স্বর্ণমন্দির’। উচ্ছিষ্ট সামগ্রী দিয়ে তৈরি এই দেবী মূর্তি পূজিত হবেন সেখানেই। তবে কোনও দেব-দেবীর হাতেই এখানে অস্ত্র থাকছে না, সকলেই অভয় দান করছেন। আর এর মধ্য দিয়েই পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য নজির গড়ে তুললেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার।