Durga Puja 2024: দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী কোন সময় কী পুজো? দেখে নিন এক নজরে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
নবমী ও দশমী এ'বছর একই দিনে পড়েছে
advertisement
1/7

৩ অক্টোবর আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে দেবীপক্ষ। আজ থেকেই শারদীয়া নবরাত্রি পালন শুরু করবে অবাঙালি সম্প্রদায়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি। এরপর দেবীকে বিদায় জানিয়ে বিজয়া দশমী পালন করবে বাঙালি সমাজ। রাম লক্ষ্মণের রাবণ বধকে শ্রদ্ধা জানিয়ে অবাঙালিরা সেদিন মাতবে দশেরার উত্সবে। প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপুজোর এই ক-দিন দেবী দুর্গা মর্তে অবস্থান করেন এবং তাঁর ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।
advertisement
2/7
যদিও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, তবু অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। জেনে নিন এই বছরের মহাষ্টমী ও মহানবমীর তারিখ, পুজো ও অঞ্জলির সময়।
advertisement
3/7
৩ অক্টোবর প্রতিপদ, অর্থাত্ শারদীয়া নবরাত্রির প্রথম দিনে কলস স্থাপন করা হয়। এদিন সকাল ৬টা ১৫ মিনিট থেকে সকাল ৭টা ২২ মিনিট পর্যন্ত রয়েছে ঘট স্থাপনের শুভ সময়। নবরাত্রির প্রথম দিনে পুজো করা হয় মাতা শৈলপুত্রীর
advertisement
4/7
এই বছর দুর্গাপুজোর মহাষ্টমী পড়েছে আগামী ১১ অক্টোবর ২০২৪ শুক্রবারে। আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে ১০ অক্টোবর বেলা ১২টা ৩১ মিনিটে। অষ্টমী থাকবে ১১ অক্টোবর বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত। মহাষ্টমীতে সকালের পুজোর সময়: সকাল ৫.৩০ মিনিট থেকে সকাল ৯.২৭ মিনিট। মহাষ্টমীর অঞ্জলির সময় সকাল ৬.২৪ মিনিট থেকে সকাল ৬.৪৮ মিনিট পর্যন্ত
advertisement
5/7
মহাষ্টমীতে কুমারী পুজোর সময় সকাল ৯টা থেকে। সন্ধি পুজোর সময় বেলা ১১.৪৩ মিনিট থেকে দুপুর ১২.৩১ মিনিট
advertisement
6/7
এই বছর দুর্গাপুজোর মহানবমী পড়েছে ১২ অক্টোবর ২০২৪ শনিবারে। নবমী ও দশমী এ'বছর একই দিনে পড়েছে। ১১ অক্টোবর বেলা ১২টা ২৭ মিনিটে নবমী পড়ে যাচ্ছে। ১২ অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে। এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো। মহানবমীতে সকালের পুজোর সময় ১২ অক্টোবর সকাল ৫.৪৪ মিনিট পর্যন্ত, তারপর দশমীর পুজো শুরু
advertisement
7/7
দশমীর শেষে বিষাদের সুর থাকবে মানুষের মনে। তবে বিষাদের সুরের মধ্যেই বাজবে ধ্বনি, আসছে বছরের আবার হবে। আবার এসো মা
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2024: দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী কোন সময় কী পুজো? দেখে নিন এক নজরে