TRENDING:

দীপাবলিতে পোশাকেও থাকুক প্রেমের বার্তা, জুটিরা এক রঙের পোশাকে সাজুন!

Last Updated:
দীপাবলির রাতে এভাবে সেজে উঠলে ‘সেরা জুটি’র তকমা কেউ কাড়তে পারবে না।
advertisement
1/6
দীপাবলিতে পোশাকেও থাকুক প্রেমের বার্তা, জুটিরা এক রঙের পোশাকে সাজুন!
উৎসবের মুহূর্ত শুধু নির্দিষ্ট কোনও উপলক্ষ নয়, বিশেষ করে সম্পর্ক উদযাপনেরও সময়। দীপাবলির রাতে তাই রঙমিলন্তি সাজে সেজে উঠতে পারেন জুটিরা। এতে শুধু সঙ্গী বা সঙ্গিনীর কাছে নয়, সমাজের কাছেও পৌঁছে যাবে ভালোবাসার বার্তা।
advertisement
2/6
পুজোপার্বণে বেশিরভাগ মানুষ ট্র্যাডিশনাল পোশাক পরতেই পছন্দ করেন। মহিলারা শাড়ি কিংবা লেহঙ্গা, আর পুরুষরা সেজে ওঠেন পাজামা-পাঞ্জাবিতে। সেটাকেই শুধু রঙ এবং স্টাইলের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাহলেই কেল্লা ফতে। এখানে তেমনই কয়েকটি কনট্রাস্ট পোশাক নিয়ে আলোচনা করা হল। দীপাবলির রাতে এভাবে সেজে উঠলে ‘সেরা জুটি’র তকমা কেউ কাড়তে পারবে না।
advertisement
3/6
নীল এবং সোনালি: দীপাবলির পোশাক হোক নীল আর সোনালি রঙের। স্ত্রীর অঙ্গে উঠুক সোনালি স্প্ল্যাশ। আর স্বামী পরুন নেভি ব্লু রঙের পোশাক। দুজনকে পাশাপাশি দেখলে মনে হবে, নীল আকাশে ঝিকমিক করছে তারাদের দল। পুরুষরা সোনালি পাজামার সঙ্গে নেভি ব্লু কুর্তা কিংবা সোনালি কাজ করা নীল কুর্তা পরতে পারেন। আর মহিলারা পরবেন সোনালি ব্লাউজের সঙ্গে নীল শাড়ি অথবা সোনালি দোপাট্টার সঙ্গে নীল লেহঙ্গা।
advertisement
4/6
সোনালি বা সবুজের সঙ্গে লাল: লাল রঙটার সঙ্গে তারুণ্য আর তীব্র প্যাশন জড়িয়ে আছে। শীত, গ্রীষ্ম বা বর্ষা, যখনই পরা হোক না কেন দারুণ লাগে। দীপাবলির রাতে এই লালের সঙ্গে মিশে যাক সবুজ কিংবা সোনালি। পুরুষের পরনে উঠুক সোনালি শেরওয়ানি। আর মহিলার অঙ্গে সোনালি শাড়ি। জুটিকে ঘিরে থাকবে এক ঝলমলে আভা।
advertisement
5/6
সোনালি এবং গোলাপি রঙের টোন: গোলাপি মিষ্টি রঙ। মন ভাল হয়ে যায়। অন্য দিকে, সোনালি উজ্জ্বলতা এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। এই দুটো একসঙ্গে মিশলে অত্যাশ্চর্য রঙের সমন্বয় তৈরি হয়। সঙ্গী এবং নিজের পরনে উঠুক গোলাপি শাড়ি কিংবা লেহঙ্গার সঙ্গে সোনালি কুর্তা অথবা শেরওয়ানি।
advertisement
6/6
পিচ গোলাপির সঙ্গে প্যাস্টেল রঙ: প্যাস্টেল রঙের পোশাক সব সময়ে ফ্যাশনেবল। পিচ গোলাপি বা ব্লাশ গোলাপির সঙ্গে পাউডার রঙের কনট্রাস্ট দীপাবলির জন্য একেবারে আদর্শ। চারপাশে অকালবসন্ত নেমে আসবে। পিচ রঙের পোশাকের সঙ্গে গোলাপি, লাল বা সবুজ – সবকটাই ভাল মানায়। শুধু নিজের পছন্দমতো পোশাক বেছে নিলেই হল!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দীপাবলিতে পোশাকেও থাকুক প্রেমের বার্তা, জুটিরা এক রঙের পোশাকে সাজুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল