Dish Wash Tips: ঘন-ঘন অসুখে পড়ছেন? ঠিক নিয়মে বাসন মাজছেন তো? না হলেই বড় বিপদ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Dish Wash Tips: বাড়ি থেকে রোগ যাচ্ছেই না? তার একটা বড় কারণ হতে পারে ভুল নিয়মে নোংরা বাসন মাজা! বিপদ থেকে বাঁচতে জানুন বাসন মাজার সঠিক নিয়ম
advertisement
1/6

আমাদের প্রাত্যহিক কাজের মধ্যে খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আর খাবার খাওয়ার পর আসে বাসন ধোয়ার প্রসঙ্গ। সেই বাসন সঠিক উপায়ে না ধুলেই পড়তে পাড়েন বিপদে।
advertisement
2/6
বাসন ধোয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত সাবান ব্যবহার করবেন না। অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না।
advertisement
3/6
তেলযুক্ত বাসন পরিষ্কার করতে পারেন ঈষদুষ্ণ গরম জল দিয়ে। তবে প্রথমেই তেল ছাড়া বাসন ও তেল লেগে থাকা বাসন আলাদা করে নেবেন।
advertisement
4/6
বাসন পরিষ্কার করার সময় নোংরা স্পঞ্জ ব্যবহার করবেন না। নোংরা স্পঞ্জ থেকে ব্যাকটেরিয়া এবং গন্ধ ছড়াতে পারে।
advertisement
5/6
বাসন ধোয়ার আগে অবশ্যই বেসিন অথবা সিঙ্ক ভালভাবে পরিষ্কার করতে হবে। নোংরা বেসিন অথবা সিঙ্ক ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র।
advertisement
6/6
বাসন শুকনো করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। ভেজা বাসন থেকে জল শুকিয়ে তবেই ব্যবহার করতে হবে। নাহলে ব্যকটেরিয়া আসতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dish Wash Tips: ঘন-ঘন অসুখে পড়ছেন? ঠিক নিয়মে বাসন মাজছেন তো? না হলেই বড় বিপদ