Easy Travel to Digha: রথে দিঘার জগন্নাথ মন্দির পৌঁছনোর জন্য বিরাট সুযোগ করে দিচ্ছে সরকার! কীভাবে পাবেন এই সুবিধা, জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
আর বেশি ধকল সইতে হবে না, এবার বীরভূমের সদর শহর থেকে সোজা পৌঁছে যাবেন দিঘা,জানুন বিস্তারিত।
advertisement
1/6

ভ্রমণপিপাসু বাঙালির কাছে সবসময় প্রিয় জায়গা দিঘা। অন্যদিকে বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ফলে দিঘার গুরুত্ব বেড়েছে আরও কয়েকগুণ। এবার সেই দিঘার যাওয়া হল আরও সহজ! (সৌভিক রায়)
advertisement
2/6
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের তরফে জোড়া বাস উপহার পেল সিউড়ি বিধানসভাবাসী। একটি সিউড়ি থেকে সরাসরি দিঘা জগন্নাথ মন্দির।অন্যটি রাজনগর থেকে দুবরাজপুর হয়ে কলকাতাগামী।
advertisement
3/6
সিউড়ির সরকারি ডিপোয় বাসের উদ্বোধন করলেন সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সভাপতি সুভাষ মণ্ডল।বিকাশবাবু জানান, এই দু'টি বাস এলাকার মানুষের দাবি ছিল। বিধানসভায় দাবি তুলেছিলাম। মুখ্যমন্ত্রী তা পূরণ করেছেন।সুভাষবাবু জানান, "২০২৩-২৪ সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গে ৩২টি নতুন রুট চালু হয়।সব রুটে বাস আমরা দিয়েছি।তবে শুধু সিউড়ি নয়, দিঘার মন্দির উদ্বোধনের পরে দক্ষিণবঙ্গের কালনা, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, তারাপীঠ কলকাতা, বেলঘরিয়া থেকে দিঘা রুটে বাস চলছে।
advertisement
4/6
উত্তরবঙ্গ থেকে দিঘায় একমাত্র সপ্তাহে একদিন পাহাড়ি এক্সপ্রেস ছিল।যা পর্যাপ্ত নয়।উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের জন্য ছ'টি দিঘাগামী ভলভো বাস চালু হয়েছে।আগামিদিনে করিমপুর-সহ আরও কিছু জায়গা থেকে দিঘায় বাস চলাচল শুরু হবে।
advertisement
5/6
সুভাষবাবু দাবি করেন পেট্রল, ডিজেলের দাম বাড়ার অজুহাতে বারবার তাঁদের পরিবহণের ভাড়া বাড়িয়েছে।কিন্তু বাংলায় ২০১৮ সালের নির্ধারিত ভাড়ার ভিত্তিতেই দিকেদিকে নতুন বাস চলছে।
advertisement
6/6
সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, "দিঘার জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রথের আগে এই সুযোগ দিয়েছেন।পাশাপাশি রাজনগর থেকে আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস চলত।সেটা বন্ধ ছিল। বিধানসভায় এই নিয়ে আমি দাবি তুলেছিলাম।পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কথা দিয়েছিলেন।ফলে ফের রাজনগর থেকে দক্ষিণবঙ্গ নিগমের বাস চালু হল। এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে খুব অল্প সময়ের মধ্যে পর্যটকেরা এবার সরাসরি দিঘা পৌঁছে যাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Travel to Digha: রথে দিঘার জগন্নাথ মন্দির পৌঁছনোর জন্য বিরাট সুযোগ করে দিচ্ছে সরকার! কীভাবে পাবেন এই সুবিধা, জানুন