Diabetes, Onion: রান্নাঘরের এই সবজিতেই কমবে ডায়াবেটিস! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জানেন কি পেঁয়াজেও কমতে পারে ব্লাড সুগার?
advertisement
1/5

দিন দিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সংখ্যা। সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী এই মুহূর্তে ভারতের ১০ কোটি লোক মধুমেহ রোগের শিকার। অন্যদিকে প্রি-ডায়াবেটিজ রোগীর সংখ্যা আরও বেশি। ডায়াবেটিসে আক্রান্তদের খাওয়ারে বিধিনিষেধ থাকে অনেক বেশি। বহু ফল, সবজি তাঁরা খেতে পারেন না। তবে জানেন কি পেঁয়াজেও কমতে পারে ব্লাড সুগার?
advertisement
2/5
ম্যাক্স হেল্থকেয়ারের এন্ডোক্রিনোলজি এবং ডায়াবেটিসে বিভাগের চেয়ারম্যান এবং প্রধান ড: অম্বরীশ মিত্তল সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়াবেটিস প্রতিরোধে পেঁয়াজের ভূমিকা নিয়ে বলেন৷ প্রতিদিনের খাবারের ব্যবহৃত এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিতে পারে বড় ভূমিকা৷
advertisement
3/5
ড: মিত্তলের কথায় ‘‘আমাদের ধারণা পেঁয়াজ পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা কমাতে পারে কারণ পেঁয়াজে আছে কোয়্যারসেটিন এবং ফ্ল্যাভিনয়েড৷ এই দুই উপাদান থাকার ফলে পেঁয়াজ ইনফ্ল্যামেশন কমাতে পারে৷ যা ব্লাড সুগার কমায় অর্থাৎ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে৷ পেঁয়াজের আছে লং টার্ম অ্যান্টিঅক্সিডেন্ট প্রপাটি৷ এই গুণের ফলে পেঁয়াজ রোগীদের দেহে ভ্যাসকুলার কমপ্লিকেশন তৈরি হতে দেয় না৷’’
advertisement
4/5
‘‘তবে এক্ষেত্র কোয়্যারসেটিনকে পার্থক্যকারী হতে হবে৷’’ জানিয়েছেন ড: মিত্তল৷ কার্যকারক ফ্যাক্টর না পাওয়া পর্যন্ত যদিও এই গবেষণা কেবলই থিয়োরী পর্যায়ে আছে৷
advertisement
5/5
কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র পেঁয়াজের উপরেই ভরসা রাখলেই চলবে না৷ সেই সঙ্গে জীবন যাত্রাতেও পরিবর্তন আনতে হবে৷ স্বাস্থ্যকর খাবার খেতে হবে৷ পাশাপাশি প্রতিদিন সুগার লেভেল চেক করে রাখাও জরুরি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes, Onion: রান্নাঘরের এই সবজিতেই কমবে ডায়াবেটিস! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য