Dengue-Malaria: এই দুই ব্লাড গ্রুপের মানুষদের মশা সবচেয়ে বেশি কামড়ায়, বর্ষায় কাদের ডেঙ্গি-ম্যালেরিয়ার ভয় তিনগুণ বেশি? জানাচ্ছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সত্যিই মশা কিছু মানুষকে বেশি কামড়ায়! এর নেপথ্যে রয়েছে ব্লাড গ্রুপ। মশারা নির্দিষ্ট কিছু ব্লাড গ্রুপের মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়
advertisement
1/6

Plant that repel Mosquঅনেকের কাছেই শুনবেন, মশা আমায় বেশি কামড়ায়! এটা কিন্তু শুধু কথার কথা নয়! সত্যিই মশা কিছু কিছু মানুষকে বেশি কামড়ায়! এর নেপথ্যে রয়েছে ব্লাড গ্রুপ। মশারা নির্দিষ্ট কিছু ব্লাড গ্রুপের মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। এই ধরনের মানুষদের বর্ষাকালে একটু বেশি সতর্ক থাকতে হয়। কারণ, তাদের বেশি মশা কামড়ায়, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়! জেনে নিন, কোন কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?Image: News18itoImage: News18
advertisement
2/6
২০১৯ সালে মশার কামড় এবং ব্লাড গ্রুপের সম্পর্ক নিয়ে একটি গবেষণা হয়। সেই গবেষণায় দেখা যায়, মশা ২টি নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। এই কারণেই যে-কোনও জায়গায় ওই রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়। কোন কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?Image: News18
advertisement
3/6
O ব্লাড গ্রুপ – মশা সবচেয়ে বেশি কামড়ায় O রক্তের গ্রুপের মানুষদের।গবেষণায় দেখা গিয়েছে, মশারা সবচেয়ে বেশি কামড়ায় O রক্তের গ্রুপের মানুষদের।Image: News18
advertisement
4/6
B রক্তের গ্রুপ – গবেষণায় প্রমাণিত, B রক্তের গ্রুপের মানুষদেরও মশার থেকে সতর্ক থাকা উচিত!Image: News18
advertisement
5/6
এর নেপথ্যের কারণ হলসিক্রেটর স্ট্যাটাস (অর্থাৎ, ত্বক থেকে রক্তের গ্রুপ সম্পর্কিত সংকেত নির্গত হওয়া)। এর মানে, প্রায় ৮৫% মানুষের ত্বক থেকে এমন কিছু রাসায়নিক নির্গত করেন, যা দেখে মশারা তাদের রক্তের গ্রুপ শনাক্ত করতে পারে। এই রাসায়নিকগুলির গন্ধের কারণেই মশারা আকৃষ্ট হয়।Image: News18
advertisement
6/6
রক্তের গ্রুপ ছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যার জন্য মশা বেশি কামড়ায়। গবেষণায় দেখা গিয়েছে, যারা মদ্যপান করেন, মশারা তাদের বেশি কামড়ায়। সম্ভবত এই কারণেই মদের আশপাশে মশা বেশি দেখা যায়। পাশাপাশি, গাঢ় রং-এর পোশাক পরলেও মশা বেশি কামড়ায়।Image: News18
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dengue-Malaria: এই দুই ব্লাড গ্রুপের মানুষদের মশা সবচেয়ে বেশি কামড়ায়, বর্ষায় কাদের ডেঙ্গি-ম্যালেরিয়ার ভয় তিনগুণ বেশি? জানাচ্ছে গবেষণা