TRENDING:

Deltacron Variant: এবার ভয় দেখাচ্ছে করোনার ডেল্টা আর ওমিক্রনের হাইব্রিড স্ট্রেন ডেল্টাক্রন, কী উপসর্গ? পড়ুন

Last Updated:
ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ইউকে এবং আমেরিকায় ডেল্টাক্রন প্রজাতির হদিশ মিলেছে।
advertisement
1/7
ভয় দেখাচ্ছে করোনার ডেল্টা ও ওমিক্রনের হাইব্রিড স্ট্রেন ডেল্টাক্রন, কী উপসর্গ?
ফের ভয় দেখাচ্ছে মারণ ভাইরাস করিনা! এবার আর শুধু ডেলটা বা ওমিক্রন ভ্যারিয়েন্ট নয়, করোনাভাইরাসের নয়া প্রজাতি হল ডেলটা আর ওমিক্রনের হাইব্রিড ডেল্টাক্রন। অর্থাৎ, এই প্রজাতিতে ডেল্টা ও ওমিক্রন দুটি ভ্যারিয়েন্টই মজুত থাকছে।
advertisement
2/7
করোনাভাইরাস (Coronavirus) প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছে। সম্প্রতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রিকম্বিন্যান্ট ভাইরাসের সম্ভাবনা নিশ্চিত করেছে। হু একটি নতুন রিকম্বিন্যান্ট ভাইরাসের আবির্ভাব (Recombinant Virus) নিশ্চিত করেছে যা BA.1 এবং BA.2 ওমিক্রন (Omicron) স্ট্রেনের সংমিশ্রণ।
advertisement
3/7
ডেল্টাক্রনে রয়েছে করোনার ডেল্টা ও ওমিক্রন প্রজাতি, দুইয়েরই জিন। ১৯ মার্চ ডেল্টা (Delta) AY.4 এবং ওমিক্রন (Omicron) BA.1-র রিকম্বিন্যান্টের বিষয়ে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কীভাবে জন্ম হয় রিকম্বিন্যান্ট ভাইরাস? গবেষকরা জানাচ্ছেন, যখন কমপক্ষে দুটি ভাইরাল জিনোম (Viral Genomes) একই হোস্ট কোষকে সংক্রমিত করে এবং জেনেটিক অংশগুলি বিনিময় করে। একই ভাইরাস প্রকারের সদস্যদের মধ্যে পুনর্মিলন ঘটে। ভাইরাসে বিভিন্ন ধরণের পুনর্মিলন রয়েছে- হোমোলোগাস রিকম্বিনেশন (Homologous Recombination), নন-হোমোলোগাস রিকম্বিনেশন (Non-Homologous Recombination) এবং এলোমেলো পুনর্বিন্যাস।
advertisement
4/7
ডেল্টাক্রনের উপসর্গগুলিও ডেল্টা ও ওমিক্রন প্রজাতির সংক্রমণের মতোই! সংক্রমিত ব্যক্তির মধ্যে দেখা যায় জ্বর, গলায় ব্যথা, স্বাদ-গন্ধ চলে যাওয়া, সর্দি-কাশি, মাথা ব্যথা।
advertisement
5/7
ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম ফ্রান্সে ডেল্টাক্রন প্রজাতির হদিশ মেলে। গবেষকরা দেখেন, ডেল্টাক্রন প্রজাতির জিনোম সিকুয়েন্স ডেল্টার মতোই, শুধু ভাইরাসের স্পাইক প্রোটিন-এর জিনোম সিকুয়েন্স ওমিক্রনের মতো।
advertisement
6/7
ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, ইউকে এবং আমেরিকায় ডেল্টাক্রন প্রজাতির হদিশ মিলেছে।
advertisement
7/7
ভারতে কি ডেল্টাক্রন প্রজাতির হদিশ মিলেছে? ২২ মার্চ পর্যন্ত সে তথ্য মিলেছে, তাতে জানা গিয়েছে COVID Genomics Consortiom (INSACOG) ও GSAID ৫৬৮ জন আক্রান্তকে সন্দেহজনকভাবে দেখছে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Deltacron Variant: এবার ভয় দেখাচ্ছে করোনার ডেল্টা আর ওমিক্রনের হাইব্রিড স্ট্রেন ডেল্টাক্রন, কী উপসর্গ? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল