Custard Apple Kheer: আতার পায়েস খেয়েছেন কখনও? সহজে বানিয়ে নিন! উপকার জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Custard Apple Kheer: চালের পায়েস তো অনেক খেয়েছেন এবার আতা দিয়ে পায়েস বানিয়ে খান! শরীরের জন্য দারুণ ভাল! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/6

চালের পায়েস তো অনেক খেয়েছেন আপনি, খেতেও খুব সুস্বাদু লাগে। কিন্তু কখনও কি খেয়েছেন আতার পায়েস। যদি না খেয়ে থাকেন তাহলে এবার তৈরি করতে পারেন এই পায়েসটি।
advertisement
2/6
আতার পায়েসের স্বাদই আলাদা। এই পায়েস খেলে আতার উপকারি গুণাগুণ পাবেন আপনি। এই আতার পায়েসের রেসিপির খোঁজ দিয়েছেন পুষ্টিবিদ দেবযানী হালদার। এই পায়েস আপনি বাড়িতে তৈরি করতে পারবেন।
advertisement
3/6
এই আতার পায়েস তৈরি করতে লাগবে এক কাপের চার ভাগের এক ভাগ গুড়, আধ চা-চামচ এলাচ গুঁড়ো, ১ টি বড় আতার শাঁস, ২০ গ্রাম পেস্তা, সামান্য কেশর মেশানো দুধ, কয়েকটি গোলাপের পাপড়ি।
advertisement
4/6
আতার পায়েস তৈরি করতে হলে প্রথমে কড়াইতে দুধ জ্বাল দিতে হবে। দুধ ঘন হয়ে হাফ হয়ে গেলে তাতে দিতে হবে এলাচ গুঁড়ো, গুড় এবং আতার শাঁস।
advertisement
5/6
সমগ্র উপকরণ দিয়ে ভাল ভাবে নাড়তে হবে।না হলে সেগুলি মণ্ড পাকিয়ে যেতে পারে। সমস্ত উপকরণ মিলেমিশে ঘন হয়ে এলে শেষ ধাপে দিতে হবে কেশর দুধ।
advertisement
6/6
সবশেষে দিতে হবে পেস্তা বাদাম কুচোনো এবং শুকনো গোলাপের পাপড়ি। তা হলেই তৈরি হয়ে যাবে আতার পায়েস। দেখতে সুন্দর লাগার জন্য ভাল পাত্র ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Custard Apple Kheer: আতার পায়েস খেয়েছেন কখনও? সহজে বানিয়ে নিন! উপকার জানলে অবাক হবেন