Clove Health Benefits: লবঙ্গদানা আর জলের কামাল! গ্যাস অম্বল বদহজম আপনাকে ছেড়ে বিদায় নেবে চিরতরে!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Cloves Benefits: লবঙ্গ গাছের ইংরেজি নাম ক্লোভ এবং বৈজ্ঞানিক নাম সিজিজিওমোরোমেটাম। লবঙ্গ গাছের ফুলের কুড়িকে শুকিয়ে তৈরি করা হয়। লবঙ্গকে লং বলেও ডাকা হয়।
advertisement
1/6

লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে তৈরি হওয়া ফ্রি র্যাডিকেলস ধ্বংস করতে পারে। ফলে হার্টের অসুখ, ডায়াবেটিস, ক্যান্সারও প্রতিরোধেও বিশেষ ভূমিকা নেয়।
advertisement
2/6
লবঙ্গদানার অফুরান উপকারিতার কথা বলেছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
3/6
বিশেষ করে পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে লবঙ্গের জবাব নেই।
advertisement
4/6
লবঙ্গ প্রতিদিন এক গ্লাস গরম জলে দিয়ে খেলে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। যেমন- গ্যাস, বমিভাব এবং বদহজমের মতো অনেক সমস্যায় লবঙ্গ খুব উপকারী।
advertisement
5/6
লবঙ্গ কামোদ্দীপক ও যৌন রোগে উপকারি। লবঙ্গ কামোদ্দীপক। এর সুগন্ধ অবসাদ দূর করে, শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয়। যৌন শক্তি বৃদ্ধি করে।
advertisement
6/6
লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণ হাত থেকে রেহাই পাওয়া যায়। বুকের জমে থাকা কফ বের হয়ে যায়। হজম, পিত্তবিনাশকারী, হাঁপানি, জ্বর, বদহজম, কলেরা, মাথাব্যথা, হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Clove Health Benefits: লবঙ্গদানা আর জলের কামাল! গ্যাস অম্বল বদহজম আপনাকে ছেড়ে বিদায় নেবে চিরতরে!