TRENDING:

Cirrhosis of the Liver: ওজন কম কিন্তু পেট ফুলে যাচ্ছে? সাবধান! 'লিভার সিরোসিস'-এর আগে শরীর আর কোন ৪ ইঙ্গিত দেয়? পড়ুন

Last Updated:
সাধারণত শরীরে প্রবেশ করা পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে লিভার বা যকৃত। কিন্তু যখন এর থেকে বেশি পরিমাণ ফ্যাট লিভারে জমে, তখনই বিপত্তি! দেখা দেয় ফ্যাটি লিভারের সমস্যা। সময় মতো চিকিৎসা না করালে হতে পারে 'সিরোসিস অফ লিভার'ও।
advertisement
1/7
ওজন কম কিন্তু পেট ফুলে যাচ্ছে? সাবধান! 'লিভার সিরোসিস'-এর আগে শরীর আর কোন ৪ ইঙ্গিত দেয়?
সাধারণত শরীরে প্রবেশ করা পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে লিভার বা যকৃত। কিন্তু যখন এর থেকে বেশি পরিমাণ ফ্যাট লিভারে জমে, তখনই বিপত্তি! দেখা দেয় ফ্যাটি লিভারের সমস্যা। সময় মতো চিকিৎসা না করালে হতে পারে 'সিরোসিস অফ লিভার'ও।
advertisement
2/7
অনেকটা সময় খালিপেটে থাকা, জাংক ফুড খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, কম ঘুম, দেদার ওষুধ খাওয়া-সহ নানা কারণে ক্ষতি হচ্ছে লিভারের। সিরোসিস ভয়ঙ্কর রোগ! কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ এত দেরিতে ধরা পড়ে যে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন আর কিছুই করার থাকে না। লিভার সিরোসিসের ক্ষেত্রে শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
advertisement
3/7
পা ও গোড়ালিতে জ্বালা: পা ও গোড়ালিতে জ্বালা হলে সতর্ক হোন। অ্যালবুমিন প্রোটিনের উৎপাদন কমে গেলে এই রকম হয়। রক্তে এই তরল প্রোটিনের পরিমাণ কমে গেলে তা রক্তনালিকায় জমতে শুরু করে।
advertisement
4/7
জন্ডিস: লিভার থেকে নিঃসৃত হয় বিলিরুবিন নামক তরল। এই তরলের পরিমাণ বেশি হয়ে গেলে জন্ডিস হয়। ঘন ঘন জন্ডিস লিভার সিরোসিসের লক্ষণ হতে পারে।
advertisement
5/7
পেটের উপর দিকে ব্যথা-- দীর্ঘ দিন ধরে লিভারের অসুখ থাকলে পেটে তরল জমতে পারে, পেট ফুলে যেতে পারে। সেখান থেকে পেটে ব্যথা হয়। লিভারে জল জমে আকারে বড় হয়ে গেলে তা আশপাশে থাকা অন্যান্য প্রত্যঙ্গকে চাপ দেয়, তখন ব্যথা হয়।
advertisement
6/7
তলপেটে তরল জমা: দীর্ঘ দিনের লিভারের অসুখ থাকলে তলপেটে তরল জমতে পারে, দেখে মনে হবে পেট ফুলে আছে। হয়তো আপনার ওজন কম, কিন্তু ভুঁড়ি বাড়ছে, সেক্ষেত্রে সাবধান হন।
advertisement
7/7
কালশিটে দাগ-- শরীরে ঘন ঘন কালশিটে পড়ে? তা হলে সতর্ক হোন। লিভার পুরনো ও ক্ষতিগ্রস্ত রক্তের কোষগুলি ভাঙতে সাহায্য করে। লিভার অকেজো হতে শুরু করলে আর প্রয়োজন মতো প্রোটিন উৎপাদন করতে পারে না। তখন অল্পতেই কালশিটে পড়ে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cirrhosis of the Liver: ওজন কম কিন্তু পেট ফুলে যাচ্ছে? সাবধান! 'লিভার সিরোসিস'-এর আগে শরীর আর কোন ৪ ইঙ্গিত দেয়? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল