Chia Seed Vs Flax Seed: কম সময়ে বেশি ওজন কমাতে চান? চিয়া সিড না ফ্ল্যাক্স সিড, কোনটা বেশি কার্যকর? পড়ুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ইদানীং অনেকেই ওজন কমাতে চিয়া সিড ও ফ্ল্যাক্স সিজ বা তিসি বীজ খান। কিন্তু চিয়া না ফ্ল্যাক্স? দু'টির মধ্যে কোনটায় ওজন বেশি কমে?
advertisement
1/6

ইদানীং অনেকেই ওজন কমাতে চিয়া সিড ও ফ্ল্যাক্স সিজ বা তিসির বীজ খান। কিন্তু চিয়া না ফ্ল্যাক্স? দু'টির মধ্যে কোনটায় ওজন বেশি কমে?
advertisement
2/6
ওজন কমাতে তিসির বীজ বেশি কার্যকরী বলে মত পুষ্টিবিদ অরবিন্দা স্ব-এর। কারণ এতে রয়েছে দ্রবণীয় আঁশ বা ফাইবার।
advertisement
3/6
দ্রবণীয় আঁশ খিদে কমায় এবং অনেকটা সময় পেট ভরা রাখে। তিসির বীজে দ্রবণীয় আঁশ থাকায় অনেক ক্ষণ পেট ভরা থাকে।
advertisement
4/6
অন্যদিকে চিয়া সিড জল, জুস বা ঘোলে ভেজালে জল শোষণ করে। ফলে চিয়া সিড খেলে পেট দীর্ঘ ক্ষণ ভরা থাকে, খিদে পায় না।
advertisement
5/6
চিয়া ও তিসি বীজ হল 'সুপার ফুড'। এগুলি পুষ্টি সমৃদ্ধ। তবে এই দুটি 'সুপার ফুড'কাঁচা খাবেন না।
advertisement
6/6
ওজন কমাতে চাইলে দিনে দুই টেবিল-চামচ তিসির বীজ খাওয়া যথেষ্ট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chia Seed Vs Flax Seed: কম সময়ে বেশি ওজন কমাতে চান? চিয়া সিড না ফ্ল্যাক্স সিড, কোনটা বেশি কার্যকর? পড়ুন