TRENDING:

ধুলোয় ঢাকা ফ্যান ঝকঝকে হবে ৫ মিনিটে! সিঁড়ি বা টুলের দরকারই পড়বে না! ৪ সহজ উপায়েই ময়লা বিদায় করুন! 

Last Updated:
Ceiling Fan Cleaning Hacks: ছাদে ঝুলে থাকা ফ্যান না কি সিঁড়ি বা টুল ছাড়া পরিষ্কার করা যায় না। কিন্তু চিন্তার কিছু নেই! আজ এমন কিছু কৌশল আপনাকে বলব, যাতে কোনও উঁচু জিনিসে ওঠার প্রয়োজনই হবে না, আর ঘরের জিনিস দিয়েই হবে ঝটপট পরিষ্কার। স্রেফ ৫ মিনিটে ঝকঝক করবে সিলিং ফ্যান। 
advertisement
1/7
ধুলোয় ঢাকা ফ্যান ঝকঝকে হবে ৫ মিনিটে! সিঁড়ি বা টুলের দরকারই পড়বে না! ৪ সহজ উপায়েই সব সমাধান
গরম হোক বা বর্ষা, ভারতীয় ঘরবাড়িতে সিলিং ফ্যান চলে প্রায় সারা বছর। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে ফ্যানের ব্লেডে ধুলো জমে কালো হয়ে যায়। অনেকেই ভাবেন, ছাদে ঝুলে থাকা ফ্যান না কি সিঁড়ি বা টুল ছাড়া পরিষ্কার করা যায় না। কিন্তু চিন্তার কিছু নেই! আজ এমন কিছু কৌশল আপনাকে বলব, যাতে কোনও উঁচু জিনিসে ওঠার প্রয়োজনই হবে না, আর ঘরের জিনিস দিয়েই হবে ঝটপট পরিষ্কার। স্রেফ ৫ মিনিটে ঝকঝক করবে সিলিং ফ্যান। 
advertisement
2/7
✅ ১. বালিশের কভার দিয়ে পরিষ্কার করুন এটাই সবচেয়ে সহজ আর কার্যকরী পদ্ধতি। পুরনো একটা বালিশের কভার নিন। ফ্যানের একটি ব্লেডের ওপরে পুরোটা কভার ঢুকিয়ে দিন যাতে ব্লেডটা সম্পূর্ণভাবে কভারের মধ্যে চলে যায়। এবার আস্তে আস্তে ব্লেড বরাবর কভারটা টেনে নামান। ধুলো সব কভারের ভিতরে জমে যাবে, নীচে কিছুই পড়বে না। সব ব্লেড এভাবে পরিষ্কার করে ফেলুন।
advertisement
3/7
✅ ২. লম্বা হ্যান্ডেলের ডাস্টার বা মপ ব্যবহার করুন বাজারে এখন পাওয়া যায় এক্সটেন্ডেবল হ্যান্ডেলযুক্ত ডাস্টার বা মাইক্রোফাইবার মপ। সেগুলোর সাহায্যে সহজেই ফ্যানের ব্লেড ও মোটর হাউজিং পরিষ্কার করতে পারবেন। বেশি জমে থাকা ধুলো পরিষ্কারে একটু চাপ দিতে হতে পারে। তবে মাইক্রোফাইবার মপ সবচেয়ে ভালো, কারণ এটি ধুলো খুব সহজেই ধরে রাখে। 
advertisement
4/7
✅ ৩. ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন যাদের ঘরে ভ্যাকুয়াম ক্লিনার আছে, তারা এর সঙ্গে থাকা লম্বা বা ফ্লেক্সিবল অ্যাটাচমেন্ট লাগিয়ে ফ্যান পরিষ্কার করতে পারেন। ব্রাশ অ্যাটাচমেন্ট থাকলে আরও ভালো। ভ্যাকুয়াম চালিয়ে আস্তে আস্তে ফ্যানের ব্লেডের ধুলো টেনে নিন।
advertisement
5/7
✅ ৪. DIY পদ্ধতি: কাপড় বাঁধা ঝাঁটা বা লাঠি ব্যবহার করুন একটি মাইক্রোফাইবার কাপড় হালকা ভিজিয়ে নিন। এবার এটি শক্তভাবে বেঁধে দিন একটা লম্বা ঝাঁটা বা কাঠির ডগায়। কাপড় যেন পড়ে না যায়, তা দেখে নিন। এবার ফ্যানের ব্লেড আস্তে আস্তে মুছে নিন।
advertisement
6/7
🧴 ঘরে বানানো ফ্যান ক্লিনার ধুলো মুছে ফেলার পর দাগ বা তেলচিটে ভাব পরিষ্কার করতেও লাগবে স্পেশাল ক্লিনার। বাইরে থেকে কিনে আনার দরকার নেই—ঘরেই বানিয়ে ফেলুন। ভিনেগার, জল ও লেবুর তেল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। ফ্যানের ব্লেডে স্প্রে করে নরম কাপড়ে মুছে ফেলুন। ১ চামচ ডিশ ওয়াশ লিকুইড ও ২ কাপ জল মিশিয়ে নিন। মাইক্রোফাইবার কাপড় ডুবিয়ে ভালো করে নিংড়ে ফ্যান পরিষ্কার করুন। ২-৩ চামচ বেকিং সোডা ও সামান্য জল মিশিয়ে পেস্ট বানান। ফ্যানের ব্লেডে লাগিয়ে কিছুক্ষণ পর ভেজা কাপড়ে মুছে নিন। জেদি দাগও যাবে।
advertisement
7/7
ফ্যান পরিষ্কার করাটা আর ঝামেলার কাজ নয়। শুধু একটু বুদ্ধি আর ঘরের জিনিস ব্যবহার করলেই ঝকঝকে হয়ে উঠবে আপনার ফ্যান—তাও আবার সিঁড়ি ছাড়াই! এখনই ট্রাই করুন, আর নিজেই চমকে যান। 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ধুলোয় ঢাকা ফ্যান ঝকঝকে হবে ৫ মিনিটে! সিঁড়ি বা টুলের দরকারই পড়বে না! ৪ সহজ উপায়েই ময়লা বিদায় করুন! 
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল