Cauliflower Side Effects: ভাল লাগলেও ফুলকপি একদমই খাবেন না এঁরা! কারা শীতের এই সবজি খেলেই চরম বিপদ? কখন এটা খাওয়াই যাবে না? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cauliflower Side Effects: ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিড্যান্টস, কোলাইন, ভিটামিনের উপকারিতায় ভরা ফুলকপি খেলে মোকাবিলা করা যায় একাধিক শারীরিক সমস্যার। কিন্তু জানেন কি এই সবজির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে
advertisement
1/7

পুজো শেষে হাজির হেমন্তকাল। হাল্কা শীতের আমেজে হাজির হয় অঢেল শীতকালীন সবজি। সেগুলির মধ্যে অন্যতম ফুলকপি। এই সবজির নানা পদে ভরে থাকে বাঙালির শীতকাল।
advertisement
2/7
ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিড্যান্টস, কোলাইন, ভিটামিনের উপকারিতায় ভরা ফুলকপি খেলে মোকাবিলা করা যায় একাধিক শারীরিক সমস্যার। কিন্তু জানেন কি এই সবজির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/7
ফুলকপিতে আছে রাফিনোজ নামের শর্করা যৌগ। এই যৌগের কারণে দেখা দিতে পারে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা। হজমের গন্ডগোল থাকলে ফুলকপি খাবেন না।
advertisement
4/7
ফুলকপিতে আয়োডিনের পরিমাণ কম। ফলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমিয়ে দেয়। যাঁরা হাইপোথাইরয়ডিজম বা একইরকম সমস্যায় আক্রান্ত, তাঁরা ফুলকপি খাবেন না।
advertisement
5/7
ফুলকপি থেকে অ্যালার্জি হয় অনেকের। দেখা দেয় ত্বকে চুলকানি, ত্বক ফুলে ওঠা থেকে শুরু করে শ্বাসকষ্টও। সেরকম কিছু হলে এই সবজি এড়িয়ে চলুন।
advertisement
6/7
ফুলকপিতে প্রচুর ভিটামিন কে আছে। তাই ব্লাড থিনিংয়ের ওষুধ খেলে ফুলকপি ডায়েটে রাখবেন না। তাহলে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
advertisement
7/7
ফুলকপিতে কার্বস এবং ফ্যাটস কম। তবে ফাইবার প্রচুর বেশি। ফলে পেট দীর্ঘ ক্ষণ ভর্তি থাকবে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। নিয়ন্ত্রণে থাকে ওজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cauliflower Side Effects: ভাল লাগলেও ফুলকপি একদমই খাবেন না এঁরা! কারা শীতের এই সবজি খেলেই চরম বিপদ? কখন এটা খাওয়াই যাবে না? জানুন