Black Pepper Benefits: খালি পেটে এক চিমটে গোলমরিচ খান এই নিয়মে! বসে বসে ওজন ঝরবে, বহু রোগ দূর হবে!
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Black Pepper Benefits: এই মশলার গুণাগুণ রয়েছে অনেক। ওজন কমানোর সঙ্গে সঙ্গে দূর করে বহু রোগ! জানুন চিকিৎসকের মত
advertisement
1/6

ফাস্টফুডের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো না দিলে খাওয়ার স্বাদ বেড়ে ওঠে না। এছাড়াও রোগ প্রতিরোধ করার ক্ষেত্রেও গোলমরিচের ভূমিকা রয়েছে অনেকখানি।
advertisement
2/6
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, দীর্ঘ সময় ধরে উপকারী এই মশলাকে বহু ভাবে ব্যবহার করতে দেখা যায়। তবে এই মশলার গুণাগুণ রয়েছে অনেক।
advertisement
3/6
অনেকেই সকালবেলা খালি পেটে লেবু, মধু মিশিয়ে খেয়ে থাকেন। তবে ওই জলে এক চিমটে গোলমরিচ দিয়ে পান করলে ওজন কমানোর ক্ষেত্রে সেটা দারুণ কাজ করে।
advertisement
4/6
সামান্য কিছু খেলেই বদহজম হয় অনেকের। তবে বারবার ওষুধ খাওয়া উচিত নয়। সকালবেলা এক চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে জল পান করলেই কাজ হবে দারুণ ভাবে।
advertisement
5/6
গোলমরিচ অন্ত্রে থাকা ভাল ব্যাক্টেরিয়া গুলির বংশ বৃদ্ধি করতে দারুণ ভাবে সাহায্য করে। অন্ত্র ভাল থাকলে পেটের অনেক পুরনো রোগ এমনিতেই কমে যায় সহজেই।
advertisement
6/6
গোলমরিচের মধ্যে থাকা পেপারিন নামক যৌগটি প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি ফ্রি র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে দারুণ সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Black Pepper Benefits: খালি পেটে এক চিমটে গোলমরিচ খান এই নিয়মে! বসে বসে ওজন ঝরবে, বহু রোগ দূর হবে!