TRENDING:

Joydev Kenduli Mela: মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নান অজয় নদে, বাউল-ফকির মুখর কেন্দুলিতে জয়দেবের মেলা

Last Updated:
Joydev Kenduli Mela:ভোরের আলো ফোটার আগেই অজয় তীরে পুণ্যডুব, বাউল ফকিরে মুখর জয়দেব মেলা
advertisement
1/5
মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নান অজয় নদে, বাউল-ফকির মুখর কেন্দুলিতে জয়দেবের মেলা
মকর সংক্রান্তি উপলক্ষে বুধবার ভোর থেকেই বীরভূমের জয়দেব কেন্দুলীতে পুণ্যার্থীদের ঢল নামে। চিরাচরিত রীতি মেনে লক্ষাধিক মানুষ অজয় নদের তীরে পুণ্যস্নানে অংশ নেন। ভোরের আগেই স্নানঘাটে জমে ওঠে ভিড়। পুণ্যস্নানের পর রাধাবিনোদের মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়েই মেলার মূল ধর্মীয় পর্বের সূচনা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
মেলা উপলক্ষে জয়দেব কেন্দুলীতে হাজির হয়েছেন হাজার হাজার বাউল ও ফকির। স্থায়ী ও অস্থায়ী আখড়াগুলিতে শুরু হয়েছে কীর্তন, বাউল ও ফকিরি গানের আসর। ঢাক, খোল ও একতারার সুরে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। ধর্মীয় আবহের পাশাপাশি লোকসংস্কৃতির মিলনক্ষেত্রে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
পশ্চিম বর্ধমান জেলার গৌড়বাজার থেকে আসা পুণ্যার্থী বিশ্বজিৎ পান্ডে জানান, পুরাণ অনুযায়ী জয়দেব গোস্বামীর আহ্বানে মা গঙ্গা উজানে বয়ে অজয় নদের মাধ্যমে এখানে এসেছিলেন। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীতে পুণ্যস্নানের রীতি আজও অটুট রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা এলাকায় প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ২০০ র বেশি সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। ইভটিজিং ও ছিনতাই রুখতে সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, অ্যান্টি ক্রাইম টিম ও বিশেষ উইনার্স টিম টহল দিচ্ছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানান, মেলায় অফিসার, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে প্রায় ৩ হাজার পুলিশকর্মী ডেপ্লয় করা হয়েছে। স্নানঘাট, আখড়া ও মেলা প্রাঙ্গণের সর্বত্র পুলিশি নজরদারি রয়েছে। পার্কিং জোন, ড্রপগেট, ফায়ার ফাইটিং টিম এবং বিপর্যয় মোকাবিলার বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলেছে শতাব্দীপ্রাচীন জয়দেব কেন্দুলী মেলা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Joydev Kenduli Mela: মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নান অজয় নদে, বাউল-ফকির মুখর কেন্দুলিতে জয়দেবের মেলা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল