Bhaiphonta 2023: ভাইয়ের মঙ্গলকামনা করেন তো? তাহলে ভ্রাতৃদ্বিতীয়ায় এই ভুলগুলি করবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bhaiphonta 2023: কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালনীয় এই পার্বণে কিছু রীতি নীতি আছে৷ সেগুলি মেনে চললে মঙ্গল হয় ভাই এবং বোন, উভয় পক্ষেরই
advertisement
1/6

রাত পোহালেই ভাইফোঁটা৷ ভাইদের মঙ্গলকামনায় তাঁদের কপালে ফোঁটা দেবেন দিদি এবং বোনেরা৷
advertisement
2/6
কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালনীয় এই পার্বণে কিছু রীতি নীতি আছে৷ সেগুলি মেনে চললে মঙ্গল হয় ভাই এবং বোন, উভয় পক্ষেরই৷
advertisement
3/6
ভাইফোঁটা দেওয়ার এবং নেওয়ার আগে পর্যন্ত ভাই বোনকে উপবাস ব্রত পালন করতে হবে৷ ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে আহার্য গ্রহণ করা যাবে৷
advertisement
4/6
ভাইবোন একে অন্যকে এই তিথিতে ঝগড়া বিবাদ করবেন না৷ মিথ্যে কথাও বলবেন না৷
advertisement
5/6
এই তিথিতে ভাইয়ের পছন্দসই রান্না করেন বোন৷ তবে সেই খাবার অপছন্দ হলেও সমালোচনা করা অনুচিত৷
advertisement
6/6
ভ্রাতৃদ্বিতীয়ায় সুরাপান করা থেকে বিরত থাকুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bhaiphonta 2023: ভাইয়ের মঙ্গলকামনা করেন তো? তাহলে ভ্রাতৃদ্বিতীয়ায় এই ভুলগুলি করবেন না