TRENDING:

শুকিয়ে যাচ্ছে গাছ? সার দিয়েও লাভ হয় না? লাগবে শুধু একমুঠো 'ভাত'! মরা গাছেও ফুল আসবে

Last Updated:
Rice in Gardening: বাজারের বিভিন্ন সার ব্যবহার করেও আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে, সহজলভ্য উপাদান যেমন ভাত ব্যবহার করে প্রাকৃতিক সার তৈরি করা যেতে পারে, যা গাছের পুষ্টি বৃদ্ধি করে এবং ফুল ফোটাতে সহায়তা করে।​
advertisement
1/9
শুকিয়ে যাচ্ছে গাছ? সার দিয়েও লাভ হয় না? লাগবে শুধু একমুঠো 'ভাত'! মরা গাছেও ফুল আসবে
বাড়িতে ফুল গাছ অনেকেই লাগান কিন্তু একটা সময়ের পর তাতে আর ফুল আসে না অনেক সময়। নুইয়ে যায় গাছ। মরা গাছ দেখে দেখে হতাশ হয়ে যান তাঁরাও, যাঁরা বাগান করতে ভালবাসেন। অথচ, সহজ এক উপায়েই ফুলে ভরে যাবে গাছ! লাগবে একমুঠো ভাত। কী করবেন জেনে নিন।
advertisement
2/9
​গৃহসজ্জায় ফুলের গাছের যত্ন নেওয়া অনেকেরই প্রিয় শখ। তবে সঠিক পরিচর্যা সত্ত্বেও অনেক সময় গাছ সুস্থ থাকে না বা ফুল ফোটে না। বাজারের বিভিন্ন সার ব্যবহার করেও আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে।
advertisement
3/9
বাজারের বিভিন্ন সার ব্যবহার করেও আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে, সহজলভ্য উপাদান যেমন ভাত ব্যবহার করে প্রাকৃতিক সার তৈরি করা যেতে পারে, যা গাছের পুষ্টি বৃদ্ধি করে এবং ফুল ফোটাতে সহায়তা করে।​
advertisement
4/9
মানুষের সুস্বাস্থ্যের জন্য যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়ামের মতো খনিজ উপাদান প্রয়োজন, তেমনি গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অত্যন্ত জরুরি। ভাত এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো সরবরাহ করতে পারে, যা গাছের পুষ্টি বৃদ্ধি করে।​
advertisement
5/9
ভাত থেকে প্রাকৃতিক সার তৈরির পদ্ধতি: একটি কাচের পাত্রে এক মুঠো ভাত নিন। ​ ভাতের মধ্যে পরিমাণমতো জল ঢালুন।​
advertisement
6/9
পাত্রটি ঢেকে ঘরের ঠান্ডা ও অন্ধকার স্থানে তিন থেকে চার দিন রেখে দিন। ​নির্ধারিত সময় পর ভাত ছেঁকে সেই জল একটি স্প্রে বোতলে ভরুন। এই তরলটি গাছের পাতায় স্প্রে করুন।​
advertisement
7/9
অতিরিক্ত পরামর্শ: ভাত ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট ভাত গাছের গোড়ায় রাখতে পারেন। তবে এটি একদিনের বেশি না রেখে পরের দিন গোড়া পরিষ্কার করে নিন, যাতে পিঁপড়ের উপদ্রব না হয়।​ এই প্রাকৃতিক সার ব্যবহারে গাছ সতেজ থাকবে এবং ফুল ফোটার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
advertisement
8/9
​গাছের সঠিক বৃদ্ধির জন্য পুষ্টিকর সারের প্রয়োজনীয়তা অপরিসীম। অনেকেই বাজারের রাসায়নিক সার ব্যবহার করেন, তবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে কার্যকরী সার তৈরি করা সম্ভব। ভাত এমনই একটি উপাদান যা গাছের পুষ্টি বৃদ্ধিতে সহায়ক হতে পারে।​
advertisement
9/9
প্রয়োগের পদ্ধতি: তৈরি করা ভাতের জল গাছের পাতায় স্প্রে করুন।​ ছেঁকে নেওয়া ভাত গাছের গোড়ায় দিন এবং একদিন পর গোড়া পরিষ্কার করে নিন, যাতে পিঁপড়ে না হয়।​ এই প্রাকৃতিক সারের নিয়মিত ব্যবহারে গাছ সতেজ থাকবে এবং ফুল ফোটার পরিমাণ বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শুকিয়ে যাচ্ছে গাছ? সার দিয়েও লাভ হয় না? লাগবে শুধু একমুঠো 'ভাত'! মরা গাছেও ফুল আসবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল