TRENDING:

Bengali Wedding Ritual: আগে পাটিপত্র ছাড়া হতই না বাঙালি বিয়ে, কী ছিল এই রীতি, নামকরণের কারণই বা কী

Last Updated:
Bengali Wedding Ritual: এক সময়ে সম্বন্ধের বিয়েতে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পর্ব৷ দু পক্ষের কথাবার্তা ঠিক হয়ে গেলে তাতে অলিখিত সিলমোহর পড়ত
advertisement
1/7
আগে পাটিপত্র ছাড়া হতই না বাঙালি বিয়ে, কী ছিল এই রীতি, নামকরণের মানেই বা কী
যুগের হাওয়ায় পাল্টাচ্ছে বাঙালি বিয়ের ধরনও৷ একদিকে যেমন মেহেন্দি, সঙ্গীত-এর মতো অনুষ্ঠানগুলি এসেছে বঙ্গসন্তানদের বিয়েতে, তেমনই হারিয়ে যেতে বসেছে পাটিপত্র, বাসি বিয়ের মতো বিয়ের আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি৷
advertisement
2/7
এখন খুব কম সংখ্যক বিয়েতেই অনুষ্ঠিত হয় পাটিপত্র৷ অথচ এক সময়ে সম্বন্ধের বিয়েতে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পর্ব৷ দু পক্ষের কথাবার্তা ঠিক হয়ে গেলে তাতে অলিখিত সিলমোহর পড়ত৷
advertisement
3/7
সাধারণত পূর্ববঙ্গীয় এই রীতি অনুষ্ঠিত হল পাত্রপক্ষের বাড়িতে৷ ঘরে মেঝেতে বিছিয়ে দেওয়া হত শীতলপাটি৷ পাটির দুই দিকে বসতেন বরকর্তা ও কনেকর্তা৷ এই শীতলপাটি থেকেই পর্বের নাম পাটিপত্র৷ পাটিতে বসে পত্ররচনা করা হত কার্যত৷
advertisement
4/7
রীতিমাফিক দুই কাগজে পাত্রপাত্রীর নাম, বংশপরিচয়, বিয়ের দিনক্ষণ লিখে তাতে একটি রুপোর টাকায় সিঁদুর মাখিয়ে ছাপ পড়ত শঙ্খ ও উলুধ্বনির মধ্যে৷ শেষে অবশ্যই থাকত মিষ্টিমুখের পর্ব৷
advertisement
5/7
এর পর ধান দূর্বা-সহ দুটি কাগজ রেখে দেওয়া হত দুই পরিবারে৷ অনেকের মত, আজকের 'পাকা কথা' এবং 'ম্যারেজ রেজিস্ট্রি '-র আদি সংস্করণ হল পাটিপত্র৷
advertisement
6/7
পাটিপত্র অনুষ্ঠানে সাধারণত পাত্র পাত্রী থাকতেন না৷ এই অনুষ্ঠান ছিল অভিভাবকদের৷ সাবেক কালের অনেক মানুষ স্মৃতি হাতড়ে বলেন, পাটিপত্রে ঠিক করা হত যৌতুক ও দেনাপাওনার কথাও৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bengali Wedding Ritual: আগে পাটিপত্র ছাড়া হতই না বাঙালি বিয়ে, কী ছিল এই রীতি, নামকরণের কারণই বা কী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল