এই পদ্ধতিতে লিপস্টিক ব্যবহার করলে দীর্ঘক্ষণ ঠোঁটে রঙ থাকবে...
Last Updated:
চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। এরপর লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব।
advertisement
1/5

প্রথমে চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। এরপর লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব। photo source collected
advertisement
2/5
এরপর ঠোঁটে প্রাইমার দিন। ঠোঁটের রং অনেকক্ষণ স্থায়ী হবে। রংটাও সঠিকভাবে ফুটে উঠবে। এবার ঠোঁটে ফাউন্ডেশন লাগান। photo source collected
advertisement
3/5
এরপর যে রং লাগাবেন, একই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন। photo source collected
advertisement
4/5
এবার লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যু পেপার দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে। photo source collected
advertisement
5/5
সব শেষে আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন। এভাবে লিপস্টিক পরলে অনেকক্ষণ রং থাকবে ঠোঁটে। photo source collected