চটপট চুল বড় করতে চান ? চালে আছে যাদু ! জানুন সহজ নিয়ম !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
নিয়মিত ব্যবহারে শুধু চুলের উজ্জ্বলতাই বাড়বে না। তাড়াতাড়ি চুল বড়ও হবে।
advertisement
1/5

চাল দিয়ে কত কিছু হয় জানেন কি ? চাল ধোয়া জল আসতে পারে রূপচর্চার কাজে ! চুলের যত্নে চালের ধোয়া জলের মজাই আলাদা। নিয়মিত ব্যবহারে শুধু চুলের উজ্জ্বলতাই বাড়বে না। তাড়াতাড়ি চুল বড়ও হবে। photo source collected
advertisement
2/5
কি করতে হবে ? প্রথমে একটা বড় কাচের বাটিতে এক কাপ চাল ভিজিয়ে রাখুন। photo source collected
advertisement
3/5
২৪ ঘণ্টা চালটা ভিজিয়ে রাখার পর একটা কন্টেনারে নিন। এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে বা শ্যাম্পু করার পরে চুলে লাগান। photo source collected
advertisement
4/5
এভাবে নিয়মিত সাতদিন করুন। photo source collected
advertisement
5/5
এরপর ওই জল ফ্রিজে রেখে ইচ্ছে মতো ব্যবহার করুন। আর ফল পান হাতে নাতে। photo source collected