Skin Care Tips for Winter: শীতে শুষ্কতা দূর করুন, নিমেষেই মোলায়েম হবে ত্বক! হেঁসেলেই রয়েছে উপায়, জেনে নিন সস্তা পদ্ধতি
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Skin Care Tips for Winter: শীতে শুষ্ক ত্বকের সমস্যা? এছাড়াও ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন? বাড়িতেই রয়েছে উপায়। এবার নিমেষে এই ত্বকের সমস্যা দূর করুন। রূপচর্চার জন্য রইল টিপস।
advertisement
1/5

শীতে শুষ্ক ত্বকের সমস্যা? এছাড়াও ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন? বাড়িতে ব্যবহৃত চা-পাতা দিয়ে এবার নিমেষে এই ত্বকের সমস্যা দূর করুন। রূপচর্চার জন্য রইল টিপস। (রিপোর্টার- পিয়া গুপ্তা)
advertisement
2/5
এই চা পাতা দুর্দান্ত বিউটি প্রোডাক্টের কাজ করে। যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আন্টি এজিং এবং আন্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের অধিকারী।
advertisement
3/5
উত্তর দিনাজপুরে ডাক্তার চিন্ময় দেবগুপ্ত জানান, রোদে পোড়া থেকে সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করা সত্ত্বেও আপনি যদি সমস্যায় পড়েন তাহলে এই উপায়ে রূপচর্চা করুন। রোদে পোড়া ভাব দূর করতে ফেলে দেওয়া চা পাতা বা টি ব্যাগ ঠান্ডা জলে চুবিয়ে মুখে লাগান।
advertisement
4/5
এক্ষেত্রে রোদে পোড়া সমস্যার সমাধান হবে। মশা, পিঁপড়ে বা যে কোনও পোকামাকড়ের কামড়ে আপনি টি ব্যাগ লাগাতে পারেন। এছাড়াও যদি আপনার চোখের নীচে ডার্ক সার্কেলস থাকে বা চোখ ফোলা থাকে, তাহলেও ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করা আপনার জন্য উপকারী।
advertisement
5/5
এতে উপস্থিত ক্যাফেইন চোখের নীচের কালো দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও চা পাতা শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করতে খুব সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips for Winter: শীতে শুষ্কতা দূর করুন, নিমেষেই মোলায়েম হবে ত্বক! হেঁসেলেই রয়েছে উপায়, জেনে নিন সস্তা পদ্ধতি