Bathroom Vastu Tips: ভুলেও বাথরুমে এই জিনিসগুলি রাখবেন না! আর্থিক সংকটে জেরবার হবে জীবন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Bathroom Vastu Tips: জেনে নিন বাথরুমের বাস্তু ঠিক কেমন হলে আর্থিক সংকট কাটিয়ে ওঠা যায়।
advertisement
1/6

বাথরুমের মধ্যে ভুলেও রাখবেন না এই জিনিসগুলো নইলে মারাত্মক বিপদ ।অনেক সময় আমরা কোন সফল কাজে নেমেও হঠাৎ করেই অসফলতার সম্মুখীন হয়ে যায়। বিভিন্ন সময় সব কাজেই বাধা সৃষ্টি হয়। বাড়িতে অর্থ আসলেও ধরে রাখতে পারি না খরচ হয়েই যায়। এর কারণ হতে পারে বাস্তু দোষ। নিজেদের অজান্তেই অনেক সময় আমরা বাড়িতে বাস্তুদোষ ঘটিয়ে ফেলি।
advertisement
2/6
জেনে নিন বাথরুমের বাস্তু ঠিক কেমন হলে আর্থিক সংকট কাটিয়ে ওঠা যায়। এই ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,বাস্তুশাস্ত্রে বাথরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাথরুমকে নেগেটিভ এনার্জির আধার বলে মনে করা হয়। এই কারণে আগেকার দিনে বাথরুম মূল বাসভবনের থেকে বিচ্ছিন্ন ভাবে থাকত। কিন্তু এখনকার দিনে তা সম্ভব নয়। এই অবস্থায় জেনে নিন বাথরুমের নেগেটিভ এনার্জিকে কিভাবে কাটাবেন?(তথ্য- পিয়া গুপ্তা)
advertisement
3/6
* বাড়ির যেদিকে বাথরুম আছে, সেদিকে কখনোই বাসনপত্র বা তামার তৈরি কোনও জিনিস রাখবেন না। * বাথরুমে দক্ষিণ-পূর্ব দিকে কোনও কল লাগাবেন না। *বাথরুমে অনেকেই আয়না লাগিয়ে রাখেন। মনে রাখবেন বাথরুমে আয়না লাগানো বাস্তুমতে অত্যন্ত অশুভ।
advertisement
4/6
* বাথরুমে টয়লেট ও স্নানের জায়গা একদম একসঙ্গে থাকা উচিত নয় । এই দুই স্থানকে সামান্য হলেও আলাদা রাখুন। স্নান করার জায়গা হল পবিত্র, সেখানে কমোড রাখা ঠিক নয়।
advertisement
5/6
* বাথরুম ও টয়লেট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। * সিঁড়ির নীচে ভুলেও বাথরুম বানাবেন না। * বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে বাথরুম বানানো শুভ। * শ্যাম্পু ও সাবান আলাদা আলাদা না রেখে এক জায়গায় রাখুন।
advertisement
6/6
* বাথরুমের মেঝে বেশি চকচকে না হওয়াই ভাল। * সমুদ্র নীল রং বাথরুমের দেওয়ালে লাগান। এর ফলে শুভ শক্তি বজায় থাকবে।এই কিছু কিছু নিয়ম মানলেই আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। (তথ্য- পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bathroom Vastu Tips: ভুলেও বাথরুমে এই জিনিসগুলি রাখবেন না! আর্থিক সংকটে জেরবার হবে জীবন