Weekend Trip: বাঁকুড়া বেড়াতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারুন এই জায়গাগুলি, না হলেই বিরাট মিস করবেন...
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: বাঁকুড়া শহর একটি ছোট্ট সুন্দর শহর। একবার যখন এসেই পড়েছেন তখন জেনে নিন কী ভাবে আপনার সময়কে সমৃদ্ধ করবেন। রইল বাঁকুড়া শহরে ঘুরে দেখার সেরা ঠিকানা।
advertisement
1/6

হ্যাঁ, কথাটা সত্যিই যে বাঁকুড়া শহরে নেই একটিও সক্রিয় সিনেমা হল। তাহলে বাঁকুড়া শহরে এলে আপনার সময় কাটবে কী ভাবে ভাবছেন? বাঁকুড়া শহর একটি ছোট্ট সুন্দর শহর। একবার যখন এসেই পড়েছেন তখন জেনে নিন কী ভাবে আপনার সময়কে সমৃদ্ধ করবেন। রইল বাঁকুড়া শহরে ঘুরে দেখার সেরা ঠিকানা।
advertisement
2/6
বিশ্ব বরেণ্য শিল্পী রামকিঙ্কর বেইজ। তিনি হলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের রূপকার। চিত্রকলার এক পরিপূর্ণ দেবতা। কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি একজন বিতর্কিত চরিত্র। বাঁকুড়ার যুগিপাড়ার তাঁর বাড়ি আজও একটি দর্শনীয় স্থান।
advertisement
3/6
রামকিঙ্করের জন্মভিটে পড়ে রয়েছে নিভৃতে। আজও সেই বাড়িতে রয়েছে প্রাণের সঞ্চার। রামকিঙ্কর বেইজ এর সৃষ্টি করা যে শিল্প গুলি রয়েছে সেগুলি বাড়িতে গেলে দেখা যাবে চাক্ষুষ। বেশিরভাগই রয়েছে শান্তিনিকেতনে।
advertisement
4/6
এবার যদি একটু নিভৃতে একান্তে সময় কাটাতে চান তাহলে আসুন "বাঁকুড়ার বোলপুর শান্তিনিকেতন" পলাশ তলায়। পলাশ তলায় রয়েছে প্রাকৃতিক নিস্তব্ধতা। মন ভাল করবে আপনার।
advertisement
5/6
বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্র। একটি দুর্দান্ত মিউজিয়াম। এই মিউজিয়ামে পেয়ে যাবেন ঐতিহাসিক খবরের কাগজ থেকে শুরু করে প্রাচীন পুতুল, মুখোশ, প্রাগৈতিহাসিক পাথর এবং নাম না জানা বহু কিছু। যারা ইতিহাস ভালবাসেন তাদের জন্য এক দুর্দান্ত জায়গা।
advertisement
6/6
মিউজিয়ামের কোষাধ্যক্ষ চন্দন শুক্লা বলেন, "যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন কিংবা ইতিহাস গবেষণা করছেন, তাদের জন্য এখানে রয়েছে দারুণ সব কালেকশন।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বাঁকুড়া বেড়াতে যাচ্ছেন? অবশ্যই ঢুঁ মারুন এই জায়গাগুলি, না হলেই বিরাট মিস করবেন...