Bangaon-Digha Bus Service: দিঘা যাত্রা এবারে আরও আরামদায়ক! বনগাঁ-দিঘা রুটে চালু প্রিমিয়াম লাক্সারি স্লিপার বাস, জেনে নিন রুট এবং ভাড়া
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bangaon-Digha Bus Service: বনগাঁ-দিঘা লাক্সারি বাস পরিষেবা চালু! স্লিপার সিট, টিভি, ওয়াই-ফাই, স্ন্যাকসসহ আধুনিক সুবিধায় যাত্রীরা আরও আরামদায়কভাবে পৌঁছে যাবেন দিঘায়।
advertisement
1/6

বনগাঁ চাকদা রুটে চালু হচ্ছে দীঘাগামী নতুন লাক্সারি বাস পরিষেবা! যেখানে শুয়ে বসে আধুনিক সুবিধা উপভোগ করেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন সমুদ্র সৈকত দিঘায় (ছবি ও তথ্য-রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন বনগাঁবাসীরা সহ চাকদা সহ নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন। দীঘা যাত্রা আরও আরামদায়ক করতেই নতুন লাক্সারি এই বাস পরিষেবা চালু করল দ্বীপ লাইন
advertisement
3/6
জানা গিয়েছে, ডিসেম্বর থেকে বনগাঁ–দীঘা রুটে এই অত্যাধুনিক বাস পরিষেবা মিলবে যাত্রীদের। নতুন এই পরিষেবায় থাকছে মোট ১৮টি স্লিপার সিট এবং ৩৬টি পুশ ব্যাক সিট, যা দীর্ঘ যাত্রায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে
advertisement
4/6
প্রতিটি স্লিপার সিটেই থাকছে পার্সোনাল টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট, ওয়াই-ফাই-সহ একাধিক বিনোদনের ব্যবস্থা। যাত্রীদের জন্য থাকছে স্ন্যাকস ও জলের বোতলও
advertisement
5/6
ভাড়ার ক্ষেত্রে লাক্সারি এই বাসের নিচের সিট এর মূল্য ধরা হয়েছে ৫৫০ টাকা, আর উপরের স্লিপার সিটের ভাড়া রাখা হয়েছে ৬৫০ টাকা বলেও জানা গিয়েছে
advertisement
6/6
দ্বীপ লাইন কর্তৃপক্ষ জানিয়েছে, চাকদা ও বনগাঁ অঞ্চলের যাত্রীদের চাহিদা ও আরামের কথা ভেবেই এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে। দীঘা ভ্রমণকে আরও উপভোগ্য ও নিরাপদ করতেই এই উদ্যোগ। তাই এবার গরম কাল হোক বা শীতকাল, একেবারে আরামদায়ক ভ্রমণে সীমান্ত শহরের সঙ্গে দীঘা হয়ে উঠবে আরো কাছাকাছি (ছবি ও তথ্য-রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bangaon-Digha Bus Service: দিঘা যাত্রা এবারে আরও আরামদায়ক! বনগাঁ-দিঘা রুটে চালু প্রিমিয়াম লাক্সারি স্লিপার বাস, জেনে নিন রুট এবং ভাড়া