Banana: কলা ফ্রিজে রাখেন? টাটকা থাকবে, নষ্ট হবে না বহুদিন! এই নিয়মে কলা রাখুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Banana:বাজার থেকে কিনে এনে এই নিয়মে রাখুন কলা! বহুদিন ভাল থাকবে! জানুন সহজ টিপস
advertisement
1/5

কলা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।কারণ এতে রয়েছে ভিটামিন পটাশিয়াম ফাইবারের মতো পুষ্টি।
advertisement
2/5
বেশিরভাগ সময় দেখা যায় কলা বাড়িতে আনলেই খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞ ঝুমকি সাহা দিলেন কলা সতেজ রাখার কিছু টিপস।
advertisement
3/5
কলার কাঁদি সবসময় ঝুলিয়ে রাখা উচিত। দড়িতে ঝুলিয়ে রাখলে ভাল। হাওয়া খেলে এমন জায়গায় রাখা উচিত কলা।
advertisement
4/5
অন্যান্য ফলের সঙ্গে কলা রাখা উচিত না। বিশেষ করে আপেলের সঙ্গে কলা রাখা উচিত না, কারণ আপেল থেকে ইথিলিন গ্যাস বেরিয়ে পচিয়ে দেয় কলা।
advertisement
5/5
বিশেষজ্ঞ ঝুমকি সাহা জানালেন, "অনেকে টাটকা রাখার জন্য কলা ফ্রিজে রেখে দেন। কলার ক্ষেত্রে এই নিয়ম খাটবে না।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Banana: কলা ফ্রিজে রাখেন? টাটকা থাকবে, নষ্ট হবে না বহুদিন! এই নিয়মে কলা রাখুন