TRENDING:

Baldness: চুল উঠে মাথা গড়ের মাঠ? ঘরোয়া টোটকাতেই লুকিয়ে সমাধান! কয়েক দিনেই টাকে গজাবে চুল!

Last Updated:
How To Grow Hair Naturally: দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর জীবনযাপন, বিভিন্ন ধরনের রাসায়নিক প্রসাধনী ব্যবহার করার কারণেও কিন্তু চুল পড়ে নিয়মিত। তবে এই টাক পড়ার সমস্যা থেকে রেহাই মিলবেই ঘরোয়া কিছু টিপস
advertisement
1/6
চুল উঠে মাথা গড়ের মাঠ? ঘরোয়া টোটকাতেই লুকিয়ে সমাধান! কয়েক দিনেই টাকে গজাবে চুল!
উত্তর দিনাজপুর: অল্প বয়সেই এখন বহু পুরুষের মাথায় চুল পড়ে গিয়ে টাক হতে দেখা যায়।বেশির ভাগ ক্ষেত্রেই জিনগত কারণে ছেলেদের চুল পড়ে। পরিবারে কারও চুলপড়ার ইতিহাস থাকলে পুরুষেরা বয়সের সঙ্গে সঙ্গে চুল পড়ার ঝুঁকিতে থাকেন। আবার অনেক সময় থাইরয়েডের সমস্যা, স্ক্যাল্প বা ত্বকের রোগ কিংবা চুল টেনে তোলার বদভ্যাস বা ট্রাইকোটিলোম্যানিয়া হলেও চুল পড়ে যায়।
advertisement
2/6
ক্যানসার, দুশ্চিন্তা, হৃদ্‌রোগ কিংবা আর্থ্রাইটিস, চর্মরোগ, খুশকি, ঘাম, অ্যান্ড্রোজেনিক হরমোনের কারণে অনেকের মাথায় টাক পড়ে। আবার দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর জীবনযাপন, বিভিন্ন ধরনের রাসায়নিক প্রসাধনী ব্যবহার করার কারণেও কিন্তু চুল পড়ে নিয়মিত। তবে এই টাক পড়ার সমস্যা থেকে রেহাই মিলবেই ঘরোয়া কিছু টিপস মেনে চললেই।
advertisement
3/6
বিশিষ্ট চিকিৎসক কিংশুক দাশগুপ্ত জানান, টাক পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে চুলে ব্যবহার করুন অ্যালোভেরা। অ্যালোভেরার জেল চুলে ওঠা স্থানে নিয়মিত ব্যবহারে দ্রুত গজাবে চুল
advertisement
4/6
এছাড়া ওমেগা ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে ৩-৪ দিন তা ব্যবহার করলে ন্যাড়া মাথা ধীরে ধীরে ভরে উঠবে চুলে।
advertisement
5/6
চুল ঝরা বন্ধ করতে পেঁয়াজের রস ফলদায়ক। অনেকেই ব্যবহার করে সুফল পেয়েছেন। তাই টাক পড়তে যখন শুরু করেছে, তখনই থেকেই পেঁয়াজের রসের উপর ভরসা রাখুন।
advertisement
6/6
এছাড়া নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথায় মাখুন। তার কিছুক্ষণ তা রেখে দিন। তার শ্যাম্পু করে ধুয়ে নিন। ধৈর্য ধরে দীর্ঘদিন তা ব্যবহার করেন তাতে অপ্রত্যাশিত ফল পেতে পারেন।এইভাবে নিয়মিত মাথায় এই উপকরণ গুলি মালিশ করলে টাক মাথায় চুল গজাতে বেশি দেরি হবে না। (তথ্য-পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Baldness: চুল উঠে মাথা গড়ের মাঠ? ঘরোয়া টোটকাতেই লুকিয়ে সমাধান! কয়েক দিনেই টাকে গজাবে চুল!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল