Piles & Constipation: পগারপার পাইলস! কুপোকাত কোষ্ঠকাঠিন্য! পেটের সবরকম রোগ জব্দ বেলের গুণে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Piles & Constipation:সাধারণত ফাল্গুনে মহাশিবরাত্রি ব্রতর সঙ্গেই বাঙালি পরিবারে পাকা বেলের আগমন ঘটে৷ তার পর বেলের গুণাগুণের ছায়া দীর্ঘায়ত হয় গ্রীষ্ম জুড়ে৷
advertisement
1/7

বসন্তে মরশুমি রোগের অন্ত নেই৷ সে সব নিরাময়ে বেলের পানা অত্যন্ত উপকারী৷ বসন্তের পরই চলে আসে গরমকাল৷ সারা গরম জুড়ে খান পাকা বেলের পানা এবং বেলে মোরব্বা৷ শরীর ও মন, দুই-ই ভাল থাকবে৷
advertisement
2/7
সাধারণত ফাল্গুনে মহাশিবরাত্রি ব্রতর সঙ্গেই বাঙালি পরিবারে পাকা বেলের আগমন ঘটে৷ তার পর বেলের গুণাগুণের ছায়া দীর্ঘায়ত হয় গ্রীষ্ম জুড়ে৷
advertisement
3/7
বেলের প্রধান গুণ হল এটা পেট ঠান্ডা রাখে৷ গরমের সময় বেলের শরবত বা বেলের পানা খেলে শরীরে ক্লান্তিভাব দূর হয়৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
4/7
বেলে ভিটামিন এ আছে৷ ফলে চোখের নানা সমস্যায় কার্যকর হয় এই ফল৷ উপশম হয় চোখের বিভিন্ন রোগের৷
advertisement
5/7
পেটের পুরনো অসুখ সারাতেও বেল ফলপ্রসূ৷ কাঁচা বেলের গুণে সেরে যায় পুরনো আমাশয় ও ডায়রিয়া রোগ৷ পাকস্থলি জন্যও উপকারী সহজপাচ্য বেল৷
advertisement
6/7
খাবার সঠিকভাবে হজম হওয়ার পাশাপাশি দূর হয় কোষ্ঠকাঠিন্যের মতো পীড়াদায়ক সমস্যা৷
advertisement
7/7
যাঁদের পাইলস বা অর্শ আছে, তাঁরাও নিয়মিত বেল খান৷ মলত্যাগের সময় নিদারুণ কষ্ট দূর হবে৷ গ্রীষ্মকালীন অসুখ সারাতে বেলের ভিটামিন সি কার্যকর৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Piles & Constipation: পগারপার পাইলস! কুপোকাত কোষ্ঠকাঠিন্য! পেটের সবরকম রোগ জব্দ বেলের গুণে