ত্বক আচমকা বুড়িয়ে যাচ্ছে? অ্যান্টি-এজিং ক্রিম লাগানোর 'সঠিক' বয়স জানেন? ভুল বয়সে লাগালে কিন্তু হিতে বিপরীত!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Anti Ageing Cream Age: বার্ধক্যের প্রভাব সবার প্রথমে ত্বকেই দেখা দেয়। একটা বয়সের পর, যখন মুখে সূক্ষ্ম বলিরেখা দেখা দেয়, তখনই প্রয়োজন ত্বকের আরও যত্ন নেওয়া।
advertisement
1/6

সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ে। আর বার্ধক্যের প্রভাব সবার প্রথমে ত্বকেই দেখা দেয়। একটা বয়সের পর, যখন মুখে সূক্ষ্ম বলিরেখা দেখা দেয়, তখনই প্রয়োজন ত্বকের আরও যত্ন নেওয়া। মুখের এই রেখাগুলি বুঝিয়ে দেয় আপনার ত্বক আর আগের মতো নেই। অনেক মহিলা মনে করেন যে, মুখে বলিরেখা আসার পরেই অ্যান্টি-এজিং ক্রিম লাগাতে হবে।
advertisement
2/6
কিন্তু সঠিক নয় তা। জানুন কোন বয়সে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করা উচিত। আর কোন বয়সে তা ব্যবহার করলে হতে পারে উল্টো ফল।
advertisement
3/6
বার্ধক্য দুই ধরনের (Types of Ageing) বিশেষজ্ঞদের মতে, বার্ধক্য দুই ধরনের হয়- একটি অভ্যন্তরীণ এবং অন্যটি বাহ্যিক। বার্ধক্যের প্রথম প্রভাবটি ভিতর থেকে যা সূক্ষ্ম রেখার আকারে বাইরে দেখা দিতে শুরু করে। অ্যান্টি এজিং ক্রিম দিয়ে ত্বককে বলিরেখা থেকে অনেকাংশে রক্ষা করা যায়।
advertisement
4/6
বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলি কী কী? বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ভারতীয়দের মধ্যে, বার্ধক্যের প্রথম প্রভাব চোখের নীচে থেকে দেখা দিতে শুরু করে। চোখের নীচের ত্বক পাতলা হতে শুরু করে, যার কারণে চোখ ভিতরে ঢুকে যেতে শুরু করে। চোখের চারপাশের ত্বক পুরো মুখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল। বার্ধক্যের প্রথম লক্ষণ চোখের কাছে দেখা দিতে শুরু করে।
advertisement
5/6
অ্যান্টি-এজিং ক্রিম লাগানোর সঠিক বয়স মহিলাদের ৩০ বছর বয়স থেকে অ্যান্টি-এজিং ক্রিম প্রয়োগ করা শুরু করা উচিত। ৩৫ থেকে ৪০ বছরের পরে মুখে সূক্ষ্ম রেখা দেখা দিতে শুরু করে। বয়স বাড়ার আগেই অ্যান্টি এজিং ক্রিম লাগাতে শুরু করলে মুখে বলিরেখা দেড়িতে দেখা দেবে।
advertisement
6/6
তবে এই বয়সের আগে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করা একেবারেই উচির না। এতে ত্বকের উপর বিপরীত প্রভাব পড়তে পারে। আপনার ত্বকের সঙ্গে মানানসই অ্যান্টি এজিং ক্রিম নিন। প্রয়োজনে পরামর্শ করুন চর্মরোগ বিশেষজ্ঞর সঙ্গে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ত্বক আচমকা বুড়িয়ে যাচ্ছে? অ্যান্টি-এজিং ক্রিম লাগানোর 'সঠিক' বয়স জানেন? ভুল বয়সে লাগালে কিন্তু হিতে বিপরীত!