Alzheimers Disease Eye Test: চোখের দুর্বলতাই দেবে ডিমেনশিয়ার ইঙ্গিত? আলঝাইমারের ১২ বছর আগেই মিলতে পারে সঙ্কেত...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Alzheimers Disease Eye Test: নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, চোখের সেন্সিটিভিটি বা দেখার ক্ষমতা কমে যাওয়া ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। এই লক্ষণ আলঝাইমারের ১২ বছর আগেও দেখা দিতে পারে এবং চোখের পরীক্ষায় তা ধরা পড়তে পারে, বিস্তারিত জানুন...
advertisement
1/8

চোখ শুধু দুনিয়া দেখার জানালা নয়, মস্তিষ্কের স্বাস্থ্যের আয়নাও বটে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, চোখের সামান্য দুর্বলতাও ডিমেনশিয়া (এক ধরনের মস্তিষ্কজনিত অসুস্থতা) হওয়ার ১২ বছর আগেই তার ইঙ্গিত দিতে পারে। ইংল্যান্ডের নরফকে ৮,৬২৩ জন সুস্থ ব্যক্তির উপর গবেষণা চালানো হয়, যাদের মধ্যে পর্যবেক্ষণ চলাকালীন ৫৩৭ জন পরবর্তীতে ডিমেনশিয়ায় আক্রান্ত হন।
advertisement
2/8
গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের একটি বিশেষ ভিজ্যুয়াল সেন্সিটিভিটি টেস্ট করানো হয়, যেখানে চলমান বিন্দুর মাঝে একটি ত্রিভুজ শনাক্ত করে বাটন চাপতে হয়। যাঁরা পরবর্তীতে ডিমেনশিয়া আক্রান্ত হন, দেখা যায় তাঁরা এই ত্রিভুজটি দেখতে এবং শনাক্ত করতে অনেক ধীর ছিলেন অন্যদের তুলনায়।
advertisement
3/8
বিজ্ঞানীরা জানাচ্ছেন, আলঝাইমার রোগে মস্তিষ্কে গঠিত বিষাক্ত অ্যামিলয়েড প্ল্যাকস প্রথমে মস্তিষ্কের সেই অংশে আঘাত করে যা চোখের সঙ্গে সম্পর্কিত, তারপরে স্মৃতির জন্য দায়ী অংশকে প্রভাবিত করে। ফলে চোখের সেন্সিটিভিটি টেস্ট, স্মৃতিশক্তির পরীক্ষার আগেই রোগের সংকেত দিতে পারে।
advertisement
4/8
আলঝাইমারে চোখের আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন জিনিসের আউটলাইন দেখতে অসুবিধা, নীল ও সবুজ রঙ আলাদা করতে সমস্যা বা অপ্রাসঙ্গিক জিনিস থেকে দৃষ্টি সরাতে না পারা। ফলে গাড়ি চালানোর মতো কাজে বিপদের সম্ভাবনা বেড়ে যায়।
advertisement
5/8
আরও এক চমকপ্রদ তথ্য হল, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নতুন মুখ চিনে রাখতে সমস্যায় পড়েন। সাধারণ মানুষ চোখ, নাক ও মুখের দিকে দৃষ্টি দিয়ে মুখ মনে রাখেন, কিন্তু ডিমেনশিয়া আক্রান্তরা সেটা করতে পারেন না। তাঁদের চোখ আশপাশে ঘোরাফেরা করতে থাকে।
advertisement
6/8
অনেক ডাক্তার রোগীর চোখের আচরণ দেখেই ডিমেনশিয়ার অনুমান করতে পারেন। চোখ যদি উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে, তা হলে তা একটি বড় লক্ষণ হতে পারে।
advertisement
7/8
কিছু গবেষণায় দেখা গেছে, চোখের গতির মাধ্যমে স্মৃতিশক্তি উন্নত করা যেতে পারে। উদাহরণস্বরূপ, টিভি দেখা বা বই পড়ার সময় চোখ বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যা মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে।
advertisement
8/8
অন্য এক গবেষণায় দেখা গেছে, দ্রুত বাম-ডানে চোখ ঘোরালে (প্রতি সেকেন্ডে দুইবার) অতীতের স্মৃতি মনে রাখতে সুবিধা হয়, বিশেষ করে ডানহাতি ব্যক্তিদের ক্ষেত্রে। যদিও এই চোখের গতি এখনো ডিমেনশিয়ার নিয়মিত চিকিৎসা বা ডায়াগনসিসে ব্যবহৃত হয় না, কারণ আই-ট্র্যাকিং প্রযুক্তি ব্যয়বহুল এবং পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। তবুও এই গবেষণাগুলি প্রমাণ করে, চোখ আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের রহস্য ফাঁস করতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Alzheimers Disease Eye Test: চোখের দুর্বলতাই দেবে ডিমেনশিয়ার ইঙ্গিত? আলঝাইমারের ১২ বছর আগেই মিলতে পারে সঙ্কেত...