ভ্যাজাইনাতে গন্ধ, যৌনতায় আগ্রহ হারাচ্ছেন পার্টনার, সমস্যার সহজ সমাধান জানুন
Last Updated:
advertisement
1/9

আমাদের দেশে গোপনাঙ্গ নিয়ে কথা বলার বিষয়ে বড়ই রাখঢাক ৷ এই নিয়ে কথা উঠলেই চতুর্দিকে গেল গেল রব ৷ ভ্যাজাইনা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ ৷ যেহেতু সেখান থেকে বিভিন্ন ধরণের ক্ষরণ হয় এবং যৌন মিলনের সময়ে পুরুষের যৌনাঙ্গও ঢোকে ফলে সে জায়গার স্বাস্থ্য দেখভাল করাও বড় একটা বিষয় ৷ Photo - Representive
advertisement
2/9
পিরিয়ডসের সময় প্যাড ব্যবহার করুন ৷ বিভিন্ন দামের প্যাড বাজারে পাওয়া যায় যেটা আপনার বাজেটের মধ্যে আর আপনার শরীরের পক্ষে ব্যবহারপযোগী সেরকম প্যাড ব্যবহার করুন ৷ Photo - Representive
advertisement
3/9
অন্তর্বাসে অনেক রোমাঞ্চ লুকিয়ে থাকে ৷ তাই মহিলারা অনেক সময়েই আরামের থেকে বেশি নক্সা -সৌন্দর্যের ওপর নজর দেন ৷ কিন্তু এটা পুরোপুরি ভুল অন্তবার্স পরুন ঢিলেঢালা ৷ আর সেটা যেন কটনের হয় ৷ তাহলেই সুস্থ থাকবে আপনার ভ্যাজাইনা ৷ Photo - Representive
advertisement
4/9
ক্ষার বা ক্ষারক কোনটাই বেশি না হয় যেন আপনার সাবান ৷ কারণ আপনার এই শরীরের অংশটি অত্যন্ত কমনীয় ৷ কোনওরকমের হার্শ জিনিস এই অঙ্গে যেন ব্যবহৃত না হয় ৷ আপনি সাবান দিয়ে ধুয়েই ভাবেন পরিষ্কার হয়ে গেল কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতি বেশি ৷ এতে হতে পারে চুলকানি , আসতে পারে খসখসে ভাব ৷ Photo - Representive
advertisement
5/9
আরও পাঁচটা শরীরের অংশের মতো এই অংশও প্রচুর ঘর্মাক্ত হয় ৷ প্রস্রাবের অংশও লেগে থাকে আপনার অন্তর্বাসে ৷ এসব থেকে ক্ষতি হতে পারে ভ্যাজাইনার ৷ আপনার অন্তর্বাসটি নিয়মিত বদলান ৷ চেষ্টা করুন সেটা যেন শুকনো থাকে ৷ না হলে ছাড়তে পারে বদ গন্ধ , হতে পারে জীবানুর সংক্রমণ ৷ Photo - Representive
advertisement
6/9
ভ্যাজাইনাকে পরিষ্কার রাখুন ৷ মহিলা যৌনাঙ্গের চুলগুলি হেয়ার রিমুভাল দিয়ে তুলে ফেলুন ৷ স্বাস্থ্য বজায় রাখার জন্য ভ্যাজাইনার চুল তুলতে রেজর , ব্লেড বা কাঁচি ব্যবহার করবেন না ৷ ওষুধের দোকান থেকে ভ্যাজাইনার জন্য বিশেষ রকমের ক্রিম দিয়ে পরিষ্কার করে ফেলুন চুল ৷ Photo - Representive
advertisement
7/9
যৌন মিলনের সময় ভ্যাজাইনা থেকে ফ্লুইড বেরোয় অন্যদিকে পুরুষের যৌনাঙ্গ থেকেও প্রচুর বস্তু নির্গত হয় ৷ তাই ইন্টারকোর্সের পরে ভালো করে জল দিয়ে যৌনাঙ্গ ধুয়ে ফেলাটা আবশ্যক ৷ Photo - Representive
advertisement
8/9
ভ্যাজাইনার ওপর দিয়ে যেহেতু বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা যায় তাই এটায় সংক্রমণ হয়ে চুলকুনি হওয়ার সম্ভবনা খুব জোরালো ৷ তবে প্রকাশ্যে এটা চুলকোন খুব একটা সমীচিন নয় ৷ তাই যদি এটা খুব ভিজে থাকে তাহলে একটু পাউডার লাগিয়ে নিন ৷ আর যদি খুব বেশি শুষ্ক থাকে তাহলে ক্রিম মেখে জায়গাটা স্বাভাবিক রাখুন ৷ Photo - Representive
advertisement
9/9
ভুলেও যৌনাঙ্গে স্ক্রাবার ব্যবহার করবেন না ৷ নরম কিছু দিয়ে সাবান লাগিয়ে সেটা দিয়ে পরিষ্কার করুন ৷ কারণ জায়গাটি একেবারে নরম এবং সংবেদশীল ৷ এতএব ত্বকের যত্ন যেমন নেন তেমনিই যৌনাঙ্গের যত্ন আরও বেশি ভাবে নিন ৷Photo - Representive
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভ্যাজাইনাতে গন্ধ, যৌনতায় আগ্রহ হারাচ্ছেন পার্টনার, সমস্যার সহজ সমাধান জানুন