Kolkata Mutton Biryani : পুজোয় এবার জিভে জল, কলকাতা শহরে ৭টি সেরা মটন বিরিয়ানির ঠিকানা রইল, কোথায় কত খরচ জানুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kolkata Mutton Biryani : কলকাতা শহরের আনাচে কানাচে বিরিয়ানির দোকান। কখনও দাদা-বৌদির বিরিয়ানি, কখনও আবার আউধ। কোনটা ছেড়ে কোনটা খাবেন! তবে এখানে ৭টি এমন ঠিকানা দেওয়া হল, যেখানকার মটন বিরিয়ানি খেলে মন ভরে যায়।
advertisement
1/9

দেশের সেরা বিরিয়ানি নাকি হায়দরাবাদেই মেলে। এ কথা তো সকলেই জানে। কিন্তু কলকাতার বিরিয়ানির অনন্য স্বাদ কিন্তু ভোলার নয়। অনেকে বলেন, আলুর উপস্থিতিতেই আরও সুস্বাদু হয়ে ওঠে বিরিয়ানি।
advertisement
2/9
কলকাতা শহরের আনাচে কানাচে বিরিয়ানির দোকান। কখনও দাদা-বৌদির বিরিয়ানি, কখনও আরসালান, কখনও আবার আউধ। কোনটা ছেড়ে কোনটা খাবেন! তবে এখানে ৭টি এমন ঠিকানা দেওয়া হল, যেখানকার মটন বিরিয়ানি খেলে মন ভরে যায়।
advertisement
3/9
শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। দু’জনের জন্য ৭০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
4/9
আউধ ১৫৯০- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই আউধ ১৫৯০। দু’জনের জন্য ১৪০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবেন।
advertisement
5/9
মানজিলাতস- রুবি হাসপাতালের কাছে, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, প্লট ১, ফেজ ৩-এ অবস্থিত এই দোকান। দু’জনের জন্য ১০০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
6/9
ইন্ডিয়া রেস্টুরেন্ট- খিদিরপুর এবং কৈখালীতে এই দোকান রয়েছে। দু’জনের জন্য ৯৫০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
7/9
কারিমস- পার্ক স্ট্রিট এবং সল্টলেক সেক্টর ৫-এ এই দোকান রয়েছে। দু’জনের জন্য ১২০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
8/9
আরসালান- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই আরসালানের আউটলেট। দু’জনের জন্য ৮৫০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
9/9
আমিনিয়া- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে আমিনিয়ার একাধিক আউটলেট। দু’জনের জন্য ৮০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kolkata Mutton Biryani : পুজোয় এবার জিভে জল, কলকাতা শহরে ৭টি সেরা মটন বিরিয়ানির ঠিকানা রইল, কোথায় কত খরচ জানুন