Food Increase Stress in Body: দৈনন্দিন ৫টি খাবার শরীরে অসম্ভব স্ট্রেস বাড়িয়ে তুলছে, প্লেট থেকে বাদ দিন, থাকবেন ফুরফুরে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Avoid these foods for stress relief: এই ৫টি খাবার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, ঝটপট ডায়েট থেকে বাদ দিন আজই।
advertisement
1/6

খাবার খেয়ে কী শুধুই পেট ভরে, মন ভরে না? আমরা খাবার খাই নিজেদের পছন্দে, যেটা খেতে ইচ্ছা করে৷ অর্থাৎ খাবার নিজেরে মানসিক শান্তির জন্যও খাওয়া হয়৷ কিছু খাবার রয়েছে যা খেলে মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে৷ মানসিক স্বাস্থ্য নষ্ট করে এধরণের খাবার। কী কী সেই খাবার যা খাবেন ভেবে চিন্তে, না হলেই আপনার পরিস্থিতি খারাপ হতে পারে৷ মনের সুখ-শান্তি উড়ে যেতে পারে৷ তাই খুশি থাকতে যে যে খাবার খাবেন, তার একটি তালিকা রইল৷
advertisement
2/6
প্রথমেই আসবে মদের কথা৷ কারণ অনেকেই দুঃখ ভুলতে মদ খান৷ মানে মদের নেশা করে নিজের দুঃখ দূর করার চেষ্টা করেন৷ এমনকি কিছুটা রিল্যাক্স করার চেষ্টা করেন৷ এটাই বহুল প্রচলিত ধারণা৷ তবে আপনার অ্যালকোহল সেবন করা উচিত নয়। এতে আরও হতাশা ও উদ্বেগের মতো সমস্যাগুলিও বাড়তে থাকে।
advertisement
3/6
এবার আসা যাক কফি বা কোনও ক্যাফেইন জাতীয় খাবারের প্রসঙ্গে৷ এটিও শরীরের জন্য মোটেও ভাল নয়। এতে আপনার পেট সংক্রান্ত সমস্যা বাড়বে। দুশ্চিন্তা ও বিষণ্ণতাও দেখা যেতে পারে।
advertisement
4/6
এবার আসা যাক মিষ্টির কথায়৷ অনেক সময় মুড অফ হলে মিষ্টি খেতে ইচ্ছে হয়৷ তবে খুব মিষ্টি জিনিস থেকে দূরে থাকতে হবে। এটি আমাদের মস্তিষ্কে খুব খারাপ প্রভাব ফেলে।
advertisement
5/6
খুব তেলজাতীয় বা চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন। কারণ এটি শরীরের স্থূলতা বাড়ায়। মস্তিষ্কের স্নায়ুও দুর্বল হয়ে পড়ে।
advertisement
6/6
প্রসেস্ড ফুড বা প্যাকেটজাত খাবারও এক্ষেত্রে এড়িয়ে চলা ভাল৷ এতে শরীর ও মস্তিষ্কে জ্বালাভাব সৃষ্টি করে। মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food Increase Stress in Body: দৈনন্দিন ৫টি খাবার শরীরে অসম্ভব স্ট্রেস বাড়িয়ে তুলছে, প্লেট থেকে বাদ দিন, থাকবেন ফুরফুরে