যেখানে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল, সেখানে আশ্চর্যভাবে এই ১৮টি দেশে থাবা বাসতে পারেনি করোনা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যেকানে গোটা বিশ্বে করোনার কারণে হাআকার, সেখানে এই ১৮টি দেশে থাবা বসতাএ পারল না মারণ ভাইরাস
advertisement
1/5

প্রায় গোটা বিশ্বজুড়ে করোনা ত্রাস। অব্যাহত মৃত্যুমিছিল। বিশ্বের ১৮৫টি দেশ যুদ্ধ করছে মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭৪ হাজারেরও বেশি, আক্রান্ত ১৩ লক্ষ ছাড়িয়েছে।
advertisement
2/5
বিশ্বের অধিকাংশ দেশেই তাণ্ডব চালাচ্ছে করোনা। আকার নিয়েছে অতিমারির। কিন্তু অদ্ভুতভাবে এই মারণ ভাইরাস এখনও থাবা বসাতে পারেনি বিশ্বের ১৮টি দেশে। এই ১৮টি দেশকে রাষ্ট্রসংঘ করোনাভাইরাস-মুক্ত দেশ বলে ঘোষণা করেছে। Representative image
advertisement
3/5
করোনা-মুক্ত দেশের তালিকায় রয়েছে নাউরু, কিরিবাতি, টুভালুর মত দেশ।
advertisement
4/5
কিন্তু কীভাবে তা সম্ভব হল ? গবেষকরা বলছেন, এই দেশগুলো এতটাই ছোট যে বিদেশী পর্যাটক প্রায় ঢোকে না বললেই চলে। কাজেই ঢুকতে পারেনি করোনাও।
advertisement
5/5
তবে এই তালিকায় থাকা সত্ত্বেও দুটি দেশের বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছে না রাষ্ট্রসংঘ। এর একটি উত্তর কোরিয়া এবং অন্যটি ইয়েমেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
যেখানে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল, সেখানে আশ্চর্যভাবে এই ১৮টি দেশে থাবা বাসতে পারেনি করোনা