TRENDING:

Weather update| Rain alert| হালকা শীতের আমেজ সঙ্গে নাছোড় বৃষ্টির অ্যালার্ট! বর্ষা বিদায় কাব্য শেষ হয়েও শেষ হচ্ছে না

Last Updated:
Weather update| Rain alert| ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।
advertisement
1/9
হালকা শীতের আমেজ সঙ্গে নাছোড় বৃষ্টির অ্যালার্ট! বর্ষা শেষ হয়েও শেষ হচ্ছে না
বৃষ্টির আর বিরাম নেই। আরও বৃষ্টির আভাস দিচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দুই বঙ্গেই। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে।বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। সব মিলিয়ে রাজ্যে হেমন্তের পরিবেশ। উপকূলের জেলায় আংশিক মেঘলা আকাশ । হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আবহবিদরা বলছে সপ্তাহান্তে বাড়বে হালকা শীতের আমেজ।
advertisement
2/9
শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। হেমন্তের পরিবেশ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
advertisement
3/9
বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে। সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা কমতে পারে। সকালের শীতের আমেজ আরো একটু বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
4/9
উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু-এক পশলা চলবে আরও ২৪ ঘন্টা। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকে জেলা মালদা ও দিনাজপুরে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
5/9
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের তাপমাত্রা কমবে। সকালের দিকে মনোরম পরিবেশ। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ৭ মিমি।
advertisement
6/9
এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যভাগে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে তামিলনাডু উপকূলের দিকে যাবে।
advertisement
7/9
এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পূবালী হওয়ার জেরে জলীয়বাষ্প ঢুকবে বাংলার উপকূলের জেলাগুলিতে। ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন কেরল উপকূলে। আরো একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে প্রভাব বিস্তার করছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। যাকে রিটার্ন মন্সুন বলা হয়।
advertisement
8/9
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামীকাল সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব শুরু হবে। এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। বৃষ্টি হবে তামিলনাড়ু পুডুচেরি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা ও করাইকালে।
advertisement
9/9
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। কেরল ও মাহেতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ এবং রায়ালাসিমাতে থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather update| Rain alert| হালকা শীতের আমেজ সঙ্গে নাছোড় বৃষ্টির অ্যালার্ট! বর্ষা বিদায় কাব্য শেষ হয়েও শেষ হচ্ছে না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল