West Bengal Weather Update | সপ্তাহান্তে কি জাঁকিয়ে শীত পড়বে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update | সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
1/8

সামান্য কমলেও স্বাভাবিকের উপরেই তাপমাত্রা। আগামিকাল থেকে কলকাতায় বইবে উত্তরের হাওয়া। আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হওয়া শুরু হয়ে গিয়েছে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। প্রতিবেদন- বিশ্বজিৎ সাহা
advertisement
2/8
সিকিমে বৃষ্টি ও তুষারপাত। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা পরে, পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার থেকে তাপমাত্রা কমবে শনি ও রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। উত্তরে হাওয়ার বেগ বাড়বে জাঁকিয়ে শীতের একটা স্পেল আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/8
বৃহস্পতিবার সকালে কলকাতায় হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা দিনের ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটাও স্বাভাবিকের এক ডিগ্রি উপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/8
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে অবস্থান করছে। আগামী কয়েক দিনে এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপ ও পরে আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
advertisement
5/8
এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের এই সমুদ্র এলাকাতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ওই এলাকায় সমুদ্রে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
6/8
ঘূর্ণিঝড় মান্দাসের অবশিষ্ট অংশ আরব সাগরে গিয়ে আবার শক্তি সঞ্চয় করেছে। পূর্ব মধ্য এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে সেটি প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ভারতীয় উপকূল থেকে ক্রমশ দূরে সরে এটি ওমানের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর এটি ওমান উপকূলের কাছাকাছি অবস্থান করবে। পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পূর্ব ভারত দিয়ে পাস করছে। তার প্রভাবে সিকিম এবং দার্জিলিং কালিম্পং বৃষ্টি এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা।
advertisement
7/8
পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই তাপমাত্রা ক্রমশ কমছে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী দু-তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। একইভাবে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে পঞ্জাব ও সংলগ্ন এলাকায় শৈত্য প্রবাহের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।
advertisement
8/8
আগামী কয়েকদিন ভারী কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা। মাঝারি কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে খুব হালকা কুয়াশা ।