West Bengal Weather Update: কেমন থাকবে বাংলার আবহাওয়া? থাকছে শীত নাকি আসছে বৃষ্টি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিন দিন স্বাভাবিকের নিচে থাকবে পারদ। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
1/5

ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে ফের কমতে শুরু করেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা (West Bengal Weather Update)। রবিবারের তুলনায় আরও কিছুটা কমেছে সোমবারের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিন দিন স্বাভাবিকের নিচে থাকবে পারদ। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
2/5
আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে ফের বজায় থাকবে শীতের আমেজ।
advertisement
3/5
কলকাতার পাশাপাশি হাওড়ায় (Howrah District) আজ সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) গতকালের মতোই ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার।
advertisement
4/5
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১ শতাংশ। আজ দিনের বেশিরভাগ সময়ই ঝলমলে আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তাপমাত্রা বাড়ল শৈলশহর দার্জিলিংয়ে। সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি থেকে বেড়ে হল ৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হল ১২ ডিগ্রি।। রবিবারও ছিল একই তাপমাত্রা।
advertisement
5/5
তবে এটাই শীত বিদায়ের শুরু নাকি আরও বেশ কিছুদিন থাকবে শীতের আমেজ, তা এখনও স্পষ্ট নয়। তাই যে কয়েকটা দিন শীত শীত ভাব থাকছে, সেই কয়েকটা দিন উপভোগ করুন চুটিয়ে।