West Bengal Weather: ঝেঁপে আসছে বৃষ্টি, রবিবারের জন্য বিশেষ সতকর্তা! হাওয়া অফিসের পূর্বাভাস যা বলছে...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ। রবিবার পুরোপুরি মেঘলা আকাশ।
advertisement
1/5

রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়ছে ক্রমশ (West Bengal Weather)। আজ কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজও স্বাভাবিকের দু ডিগ্রি নীচে পারদ।
advertisement
2/5
শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ। রবিবার পুরোপুরি মেঘলা আকাশ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/5
পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার দাপটে বৃষ্টি রাজ্যে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী ৫ দিন। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
advertisement
4/5
সরস্বতী পুজোর পরপরই আচমকাই বৃষ্টির হাত ধরে রাজ্য থেকে কার্যত বিদায়ের পথ ধরেছিল শীত। কিন্তু তারপর সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের ভোল বদলাতে শুরু করেছে আবহাওয়ার। যার জেরে রাজ্যজুড়ে ফের ফিরতে শুরু করেছে শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর বেশ কয়েকদিন ধরেই রাজ্যে শীতের আমেজ রয়েছে। কিন্তু, আমেজ আর বেশি দিন থাকবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
advertisement
5/5
তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। রবিবারের পর সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে, রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।