West Bengal Weather Update || আগামী কয়েকদিন বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
- Published by:Rachana Majumder
Last Updated:
West Bengal Weather Update || উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
1/5

বর্ষাকালেও গরমের অস্বস্তি। আগামী কয়েক দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ৩৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। প্রতিবেদন- বিশ্বজিৎ সাহা, ছবি-প্রতীকী
advertisement
2/5
আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে। তার জেরে দক্ষিণবঙ্গের একাংশে সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
advertisement
4/5
পশ্চিমের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ ও মধ্য মহারাষ্ট্রের মুম্বই এবং ঘাট এলাকায়। আগামিকাল থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এলাকায়।
advertisement
5/5
এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়-সহ মধ্য ভারতের একাংশে। ভারী বৃষ্টির সম্ভাবনা কর্ণাটক, কেরল এবং দক্ষিণ ভারতের তামিলনাডু, পন্ডিচেরি এলাকায়।