West Bengal Weather Update : মার্চেই গরমের অস্বস্তি শুরু! আগামী কয়েকদিন কী হতে চলেছে বাংলার আবহাওয়া
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update : মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
advertisement
1/6

চড়ছে পারদ। বেলা বাড়লেই ক্রমশ বাড়ছে গ্রীষ্মজনিত অস্বস্তি। ফাল্গুন মাসেই বসন্তের রেশ উধাও বঙ্গে। রোদের তেজে বাইরে দাঁড়িয়ে থাকা মুশকিল আবার ছায়ায় দাঁড়ালেও অস্বস্তি ও হালকা ঘাম। ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও রোদ উঠলেই পাল্টাচ্ছে আবহাওয়ার মেজাজ। আলিপুর আবহাওয়া দফতর বলছে এবার তাপমাত্রার পারদ চড়বে (Temperature rising in Bengal) বাংলায়।
advertisement
2/6
আবহাওয়া দফতর জানিয়েছে, রাত এবং দিনের তাপমাত্রার পরিবর্তন হবে আগামী কয়েকদিনে। ভূমধ্যসাগরের শীতল হাওয়া রাজ্যে গরম বাতাসের সঙ্গে মিশে জলীয় বাষ্প ভরা মেঘের সৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টি হবে। ঠান্ডা হাওয়া বইলেও বসন্তের হাওয়ায় গরমের আগমনী অনুভূত হবে।
advertisement
3/6
মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। কয়েকদিন আগেও সন্ধ্যায় হালকা শীতবস্ত্র রাখলে অস্বস্তি হত না। কিন্তু এখন সেটাই হচ্ছে । মঙ্গলবার ভোরে কুয়াশা থাকলেও রৌদ্রজ্জ্বল দিনের পূর্বাভাস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।
advertisement
4/6
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া। মঙ্গলবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। খানিকটা হলেও বদলাবে দিনের তাপমাত্রা। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে খানিক চড়বে পারদ তাপমাত্রা বাড়তে পারে ১-২° সেলসিয়াস। রবিবার দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪° সেলসিয়াস।
advertisement
5/6
বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে খানিক চড়বে পারদ তাপমাত্রা বাড়তে পারে ১-২° সেলসিয়াস। রবিবার দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪° সেলসিয়াস।
advertisement
6/6
মঙ্গলবার সকালের মধ্যে মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। রৌদ্রজ্জ্বল থাকবে বাকি সবকটিই জেলা। বুধবার সকালের মধ্যেও খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার। মঙ্গলবার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে ওই জেলাগুলিতে। একই থাকবে বাকি সমস্ত জেলাত আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। তবে ১-২° বাড়তে পারে শুকনো থাকা জেলাগুলির উষ্ণতা।