WB Assembly Election 2021 Phase 7: অশান্তি নয়, ভাইরাস-আতঙ্ক সঙ্গী করে ভোটের লাইনে কলকাতা থেকে জেলা! দেখুন ছবিতে...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
সপ্তম দফার নিরাপত্তায় রাজ্যে মোতায়েন রয়েছে ৭৯ হাজার ৬০০ আধাসেনা। বুথ পাহারায় ৬৫ হাজার ৩০০ জওয়ান। কোভিড বিধি মেনে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি বুথে।
advertisement
1/5

কড়া নিরাপত্তা ও করোনা আতঙ্ককে সঙ্গী করে আজ বাংলায় চলছে সপ্তম দফার ভোট। কলকাতা সহ পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ চলছে সকাল থেকে। দক্ষিণ দিনাজপুরের ৬ আসন, মালদার ৬, মুর্শিদাবাদের ৯ ও পশ্চিম বর্ধমানের ৯ আসনে ভোট। ভোট চলছে দক্ষিণ কলকাতাতেও। প্রার্থী মৃত্যুর কারণে ভোট হচ্ছে না জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। সপ্তম দফার নিরাপত্তায় রাজ্যে মোতায়েন রয়েছে ৭৯ হাজার ৬০০ আধাসেনা। বুথ পাহারায় ৬৫ হাজার ৩০০ জওয়ান। কোভিড বিধি মেনে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি বুথে।
advertisement
2/5
ইতিমধ্যেই জামুড়িয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারি এলাকায় ১৪০ ও ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তা নিয়ে বচসাও বাধে রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার সঙ্গে। শেষপর্যন্ত তৃণমূল নেতাকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।
advertisement
3/5
কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে কলকাতার দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর ও রাসবিহারীতেও। রাসবিহারীর বিভিন্ন বুথে ঘুরে ভোট তদারকি করছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। অভিযোগ, সেই সময় পর পর চারটি বুথে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুথে ঢুকতে আটকানো হয়েছে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও।
advertisement
4/5
আবার, হবিবপুরের গিরিজাসুন্দরী হাইস্কুলের ২২০ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে নেমেছেন তৃণমূল কর্মীরা। এলাকায় চলছে বিক্ষোভ।
advertisement
5/5
আসানসোল দক্ষিণ কেন্দ্রের রানিগঞ্জ খ্রিস্টান বালিকা বিদ্যালয়ে বুথের বাইরে জমায়েত হয়েছিল। সেখানে জমায়েতকারীদের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। লাঠি উঁচিয়ে জমায়েতকারীদের হঠিয়ে দেয় বাহিনী।