Weather Update: হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আবহাওয়ার লেটেস্ট তুলকালাম আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আবহাওয়া৷
advertisement
1/9

#নয়াদিল্লি: উত্তর ভারতে আবহাওয়া হঠাৎ করেই বেশ বদলে যাচ্ছে৷ ভোরবেলা ও সন্ধ্যাবেলা হালকা ঠাণ্ডার অনুভূতি শুরু হয়ে গেছে৷ এরইমধ্যে আইএমডি একাধিক রাজ্যের জন্য ওয়েদার আপডেট জারি করেছে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি দক্ষিণ পশ্চিম প্রত্যাবর্তনের কাজ একেবারে শেষ লগ্নে৷ Photo Courtesy- IMD/Satellite
advertisement
2/9
আর বাকি যে রাজ্যগুলি রয়েছে সেখান থেকে আগামী সপ্তাহেই মৌসুমী বায়ু পুরো ফিরে যাবে৷ আইএমডির ওয়েদার আপডেট অনুযায়ি বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন এবং নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে৷ অন্যদিকে আরব সাগরে কর্নাটকে এবং কোঙ্কন উপকূলের পাশে সাইক্লোন ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে৷ এর কারণে আগামী সপ্তাহে কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পশ্চিম হিমালয়ের ওপর তুষারপাত , বৃষ্টি দুটোরই আশঙ্কা রয়েছে৷ Photo -File
advertisement
3/9
একটি সাইক্লোন থেকে তৈরি হাওয়ার জন্য পশ্চিম মধ্য এবং তাঁর পাশ্ববর্তী দক্ষিণ পশ্চিমবঙ্গের ওপর হয়ে রয়েছে৷ সমুদ্রতল থেকে ৩.১ কিমি ওপর অবধি ছড়িয়ে রয়েছে৷ Photo -File
advertisement
4/9
১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র হওয়ার আশঙ্কা রয়েছে৷ যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে৷ Photo -File
advertisement
5/9
এদিকে আজ কলকাতায় মেঘমুক্ত ঝকঝকে আকাশ দেখা যাবে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭২ শতাংশ অবধি থাকবে৷ ফলে ফিল লাইক তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে৷ আর বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে৷ Photo -Courtesy- Accuweather
advertisement
6/9
ময়দান এলাকায় এই পাহাড়ে তুষারপাতের প্রভাব পড়বে৷ উত্তরের দিক থেকে আসা ঠাণ্ডা হাওয়ার অনুভূতি বাড়বে৷ মৌসম বিভাগের কথা অনুযায়ি দিল্লিতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা কমতে শুরু করবে৷ Photo -File
advertisement
7/9
তৃতীয় সপ্তাহে তাপমাত্রা এক ধাক্কায় ১৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে৷ আগামী ১৯ এবং ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ এবং উত্তরাখণ্ডের ওপরের এলাকায় বরফপাতের সম্ভাবনা৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পঞ্জাব, হরিয়ানাতে আগামী ২ দিনে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আসলে কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ Photo -File
advertisement
8/9
আগামী ১৯ এবং ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ডের উপরের এলাকায় তুষারপাত হবে৷ ভারতীয় মৌসম বিভাগ পরিস্থিতিতে আগামী সপ্তাহে ঝাড়খণ্ডে, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, অসম. মেঘালয়, অরুণাচল প্রদেশ, কর্নাটক, গোয়া, কেরল, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড় বৃষ্টি হবে৷ Photo -File
advertisement
9/9
মধ্য ভারতের শেষ অংশ মহারাষ্ট্রের কিছু এলাকায় এবং পূর্ব ভারতে দ্রুত মৌসুমী বায়ু ফিরে যাওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে৷ Photo -File