SSC Recruitment Case: SSC পরীক্ষা নিয়ে ফের মামলা হাই কোর্টে, জরুরি ভিত্তি শুনানি হবে, কী হবে এবার! বৃষ্টির দিনে আদালতে চাঞ্চল্য
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC Recruitment Case: কলকাতায় প্রবল বৃষ্টির দিনেই এসএসসি নিয়োগ নিয়ে ফের দুশ্চিন্তা, SSC পরীক্ষা চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের হল হাই কোর্টে।
advertisement
1/5

কলকাতায় প্রবল বৃষ্টির দিনেই এসএসসি নিয়োগ নিয়ে ফের দুশ্চিন্তা, SSC পরীক্ষা চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের হল হাই কোর্টে।
advertisement
2/5
হাই কোর্ট সূত্রে খবর, জরুরি ভিত্তিতে মামলার অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। কেন এই মামলা? সেই প্রসঙ্গে জানা গিয়েছে, স্পেশাল এডুকেটর প্রশিক্ষণরতদের পরীক্ষায় বসতে দেয়নি SSC।
advertisement
3/5
এসএসসির এই সিদ্ধান্তে NCTE গাইডলাইন মানা হয়নি বলে অভিযোগ করেছেন মামলাকারীরা। এই নিয়ে বিচারের দাবিতে হাই কোর্টে গেলেন ৩০ পরীক্ষার্থী
advertisement
4/5
বুধবার মামলার জরুরি ভিত্তিতে শুনানি হবে হাইকোর্টে। প্রসঙ্গত এসএসসি দুর্নীতির জেরে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।
advertisement
5/5
এর মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশদের নতুন করে নিয়োগ পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে যদিও দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এবার সেই পরীক্ষা নিয়েই ফের মামলা দায়ের হল হাই কোর্টে।