Sovan Chatterjee| Baisakhi Banerjee|| বড় চমক শোভন-বৈশাখীর, বিশেষ দিনে জুটির ভিন্ন স্বাদের ছবিতে মজেছে নেটদুনিয়া
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sovan Chattopadhyay Baishakhi Bandyopadhyay: রঙ মেলানো পোশাক, প্রেম, রাজনীতি, যাঁদের নামের সঙ্গে একেবারে সমার্থক, তাঁরা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/14

*রঙ মেলানো পোশাক, প্রেম, রাজনীতি, যাঁদের নামের সঙ্গে একেবারে সমার্থক, তাঁরা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
advertisement
2/14
*সরস্বতী পুজো আর প্রেম একে অপরের পরিপূরক। তাই এমন প্রেমের দিনে তাঁরা কী করলেন, কীভাবে মেয়ে মহুলকে নিয়ে সময় কাটালেন, বাড়ির পুজো কেমন কাটল সেই সবকিছুর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজেই। ছবিঃ ফেসবুক।
advertisement
3/14
*বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কয়েক যোজন দূরে থাকলেও তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের নিয়ে আলোচনার কোনও শেষ নেই। সরস্বতী পুজোতেই তাঁরা কী করলেন, তা দেখার জন্য মুখিয়ে ছিল নেটিজেনরা। তবে তাঁদের হতাশ করেননি তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁদের সরস্বতী পুজোর দিন কাটানো নানা মুহূর্ত। ছবিঃ ফেসবুক।
advertisement
4/14
*পারিবারিক ছবি শেয়ার করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ক্যাপশনে লিখেছেন, "When I see you smile,I get wings to fly", যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'যখন তোমাদের মুখে হাসি দেখি, মন ডানা পায় ওড়ার'। ছবিঃ ফেসবুক।
advertisement
5/14
*সব সময়েই যেমন তাঁরা রঙ মিলিয়ে পোশাক পরেন, সরস্বতী পুজোর দিনেও তার ব্যতিক্রম হওয়ার কথাই ছিল না, হয়নিও। বাগদেবীর আরাধনা মানেই হলুদ রঙ। সেই হলুদ রঙের ভারী কাজের সিল্কের শাড়ি পরেছিলেন বন্দ্যোপাধ্যায় সঙ্গে সোনার গয়না। ছবিঃ ফেসবুক।
advertisement
6/14
*শোভন চট্টোপাধ্যায় পরেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শাড়ির পাড়ের রঙের সুতো দিয়ে কাজ করা ক্রিম রঙা পাঞ্জাবি। ছবিঃ ফেসবুক।
advertisement
7/14
*পুজোর দিনে বাড়িতে এসেছিল একঝাঁক কচিকাঁচা। তাদের সঙ্গে দুষ্টুমিতে মেতেছিল ছোট্ট মহুল। ছবিঃ ফেসবুক।
advertisement
8/14
*গোলপার্কার ফ্ল্যাটে এ দিন নিমন্ত্রিত ছিলেদন বহু মানুষ। তাদের সঙ্গে নিয়ে অঞ্জলি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
advertisement
9/14
*মা এবং 'দুষ্টু' অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রঙ মিলিয়ে শাড়ি পরেছিল ছোট্ট মহুলও। মা তাঁকে সাজিয়েছিলেন একেবারে নিজের মতো করে। হলুদ শাড়ির সঙ্গে মহুল পরেছিল গয়না এবং মুকুট। ছবিঃ ফেসবুক।
advertisement
10/14
*পুজোয় বসেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
advertisement
11/14
*রীতি মেনে ছিল ভোগের আয়োজন। সেই ভোগের থালা নিজে হাতে সাজিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই ভোগ বাগদেবীর সামনে নিয়ে যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি। ছবিঃ ফেসবুক।
advertisement
12/14
*মা-মেয়ের টুইনিং। আদুরে এই ছবি মন ভাল করার।ছবিঃ ফেসবুক।
advertisement
13/14
*গোলপার্কের ফ্ল্যাটের অপরূপ সুন্দর সরস্বতী মূর্তি। পুজো ঘিরে এভাবেই সেজে উঠেছিল গোটা বাড়ি। ছবিঃ ফেসবুক।
advertisement
14/14
*অঞ্জলি দেওয়ার মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।