SIR in West Bengal: এসআইআর নিয়ে বড় খবর! পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন! বিএলও-রা এবার স্বস্তি পাবেন?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SIR in West Bengal: এসআইআর-এর এনুমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই সময়সীমা পিছিয়ে গেল।
advertisement
1/7

এসআইআর নিয়ে ফের বড় আপডেট দিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন। প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল ৯ ডিসেম্বর। তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি, তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি হলে এবার।
advertisement
2/7
এসআইআর-এর এনুমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই সময়সীমা পিছিয়ে গেল।
advertisement
3/7
গত ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR ঘোষণা করে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে আন্দামান ও নিকোবর, ছত্তিসগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ।
advertisement
4/7
৪ নভেম্বর থেকে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি শুরু করেছেন। ৪ ডিসেম্বর পর্যন্ত এনিউমারেশন-পর্ব চলার কথা ছিল। অর্থাৎ ফর্ম বিলি থেকে সংগ্রহ, ডিজিটাইজ়েশনের জন্য ৪ ডিসেম্বর ডেডলাইন ঠিক হয়। এ বার তা ১১ বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হলে।
advertisement
5/7
সর্বোচ্চ আদালতের নির্দেশের আগেই খসরা তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পেছোল জাতীয় নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বর থেকে ৭ দিন পিছিয়ে ১৬ ডিসেম্বর খসরা তালিকা প্রকাশের দিন করা হল এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হল।
advertisement
6/7
এতদিন পর্যন্ত কমিশনের তরফে দাবি করা হচ্ছিল, খসরা তালিকা প্রকাশের জন‍্য প্রয়োজনীয় ডিজিটাইজেশনের কাজ সঠিক গতিতে এগোচ্ছে ফলে দিন পেছোনোর প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে চূড়ান্ত সমস‍্যার সম্মুখীন হচ্ছিলেন বিএলওরা। সেই পরিস্থিতি কার্যত স্বীকার করে নিয়েই কি এই দিন পেছানো?
advertisement
7/7
কমিশনের এক কর্তা জানান, আর কিছু ক্ষণের মধ‍্যেই চূড়ান্ত প্রেস বার্তার মাধ‍্যমে তারিখ পেছানোর আসল কারণ জানানো হবে।