SIR Case: এসআইআর মামলায় নয়া মোড়! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! আজ থেকেই কাজ শুরুর নির্দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
SIR Case: আজ থেকেই কাজ শুরুর নির্দেশ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের।
advertisement
1/6

বিহার এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গিয়েছে তাঁরা যাতে আবেদন করার সুযোগ পান ১৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা ফ্রিজ হওয়ার আগে, সেই মোতাবেক সর্বোচ্চ আদালত নির্দেশ দিল বিহারের লিগাল এইড সেলকে।
advertisement
2/6
সুপ্রিম কোর্ট যে ৩ লক্ষ ৬৫ হাজার মানুষের নাম বাদ গিয়েছে, তাঁদের আবেদন করতে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সব জেলার ডিস্ট্রিক্ট লিগাল সেলের প‍্যারা লিগাল আধিকারিকদের।
advertisement
3/6
আজ থেকেই কাজ শুরুর নির্দেশ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচির বেঞ্চের। কতজনকে সহযোগিতা করা হল, তার তথ‍্য দু সপ্তাহের মধ্যে এক জায়গায় করার নির্দেশও দিলেন বিচারপতিরা।
advertisement
4/6
বিহার বিধানসভা নির্বাচনের আগে SIR ঘিরে বিতর্ক ক্রমশই তীব্র থেকে তীব্রতর হয়েছে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির মধ্যে প্রবল চাপানউতোর তৈরি হয়েছে। বিহার এসআইআর মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩.৬৬ লক্ষ ভোটারের তথ্য জমা দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
advertisement
5/6
আদালতে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন, যাদের নাম বাদ দেওয়া হবে তাদের নাম সেই অঞ্চলের নির্বাচন কমিশনের অফিসের বোর্ডে প্রকাশিত করা হবে, কিন্তু সেটা কেন করা হয়নি? প্রায় ৬০ লক্ষের উপরে নাম বাদ গেছে, কারও নাম ওই নির্বাচন কমিশনের অফিসের বোর্ডে উল্লেখিত নেই।
advertisement
6/6
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত ভোটার তালিকার SIR-এর আগে গত মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিহারে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪৭ লক্ষ কমে ৭.৪২ কোটিতে দাঁড়িয়েছে। তবে, ১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকায় ৭.২৪ কোটি ভোটারের নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত সংখ্যাটি ১৭.৮৭ লক্ষ বৃদ্ধি পেয়েছে। খসড়া তালিকায় ২১.৫৩ লক্ষ নতুন ভোটার যুক্ত হলেও, সেখান থেকে ৩.৬৬ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে ১৭.৮৭ লক্ষ নতুন ভোটার তালিকা বৃদ্ধি পেয়েছে।